কেমন আছেন জুনিয়র এনটিআর? ছবি: সংগৃহীত।
শুটিং করতে গিয়ে চোট পেয়ে আহত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। খবর, শুক্রবার এই অঘটন ঘটে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে পাঠান পরিচালক। চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তবে আগামী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে নায়ককে।
দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্বিগ্ন নায়কের অনুরাগীরা। তাঁদের প্রত্যেকের দাবি, জুনিয়র এনটিআর-এর শারীরিক পরিস্থিতির কথা তাঁদের জানাতে হবে। সত্য গোপন করলে চলবে না। এর পরেই অভিনেতার পক্ষ থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সামান্যই চোট পেয়েছেন তিনি। আঘাত গুরুতর নয়। ভাল আছেন। শুধু চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন। পাশাপাশি এও অনুরোধ জানানো হয়, তারকার শারীরিক পরিস্থিতি নিয়ে যেন কোনও ভুয়ো খবর ছড়ানো না হয়।
বড় ছবির পাশাপাশি খ্যাতনামীরা নানা বিজ্ঞাপনী ছবিতরও কাজ করেন। শুক্রবার তেমনই একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। আচমকাই সেট অঘটন। চোট পান তিনি। তবে কোথায়, কী ভাবে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে অভিনেতার তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। দক্ষিণী বিনোদন দুনিয়ার তারকা এবং অনুরাগীরা নায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।