Entertainment Newsw

খাবার, জল ছাড়া শুটিংয়ে বাধ্য করার অভিযোগ করলেন জ্যোতি-প্রণব

শুটিংয়ে অমানবিক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ‘অ্যায়সি দিয়ানগি…দেখি নাহি কহি’-র এই জনপ্রিয় জুটি। ওই শোয়ের জন্যই অস্বাস্থ্যকর পরিবেশে নাকি তাঁদের শুটিং করতে বাধ্য করা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১৮:২৬
Share:

বড়পর্দায় জ্যোতি এবং প্রণব। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

পর্দার আড়ালের গল্পও কখনও বাস্তব হয়ে ওঠে। হিন্দি টেলি তারকা জ্যোতি শর্মা এবং প্রণব মিশ্র অন্তত তেমন কিছু ঘটনাই প্রকাশ্যে এনেছেন।

Advertisement

বম্বে টাইমসের খবর অনুযায়ী, সম্প্রতি শুটিংয়ে অমানবিক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ‘অ্যায়সি দিয়ানগি…দেখি নাহি কহি’-র এই জনপ্রিয় জুটি। ওই শোয়ের জন্যই অস্বাস্থ্যকর পরিবেশে নাকি তাঁদের শুটিং করতে বাধ্য করা হয়েছে। খাবার, জলের মতো ন্যূনতম সুবিধা ছাড়া প্রযোজক তাঁদের জোর করে ঘণ্টার পর ঘণ্টা শুটিং করতে বাধ্য করেছেন বলে জানিয়েছেন জ্যোতি এবং প্রণব।

জ্যোতি সাংবাদিকদের বলেন, ‘‘২০১৭-র জানুয়ারি থেকেই এই পরিস্থিতি চলছে। কোনও খাবার, চা, এমনকী জল ছাড়া ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। পরিবেশ এতটাই খারাপ যে আমরা হয়তো শো-টা আর চালিয়ে নিয়ে যেতে পারব না।’’

Advertisement

আরও পড়ুন, বিপাশার কাছে জন্মদিন মানে কেন ‘রাইস ফেস্টিভ্যাল’?

প্রণবের কথায়, ‘‘দু’টো শিফটের মধ্যে ১২ ঘণ্টার বিরতি দেওয়াই নিয়ম। কিন্তু বছরে প্রায় ২৫০ দিন দু’টো শিফটের মধ্যে মাত্র পাঁচ ঘণ্টার বিরতি দেওয়া হয়েছে আমাদের। সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের পরামর্শ মতো আমরা চিকিত্সকের মতামত নিলাম। আমাদের দু’জনেরই উদ্বেগ, ডিপ্রেশন, স্ট্রেস— অনেক বেড়ে গিয়েছে।’’

আরও পড়ুন, জন্মদিনে কলকাতাকে মিস করছে ‘ভুতু’

সেটে কোনও রকম সুরক্ষার ব্যবস্থাও নেই বলেও অভিযোগ করেছেন জ্যোতি। তিনি জানিয়েছেন দিন কয়েক আগে একটি আগুনের দৃশ্যের শুটিংয়ে ধোঁয়ায় তাঁর দমবন্ধ হয়ে যায়। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। 🤓🤓 😳😳😳😳

🤓🤓 😳😳😳😳

সেটে কোনও রকম সুরক্ষার ব্যবস্থাও নেই বলেও অভিযোগ করেছেন জ্যোতি। তিনি জানিয়েছেন দিন কয়েক আগে একটি আগুনের দৃশ্যের শুটিংয়ে ধোঁয়ায় তাঁর দমবন্ধ হয়ে যায়। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। 🤓🤓 😳😳😳😳

সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশান্ত সিংহ বলেন, ‘‘ওদের অভিযোগ পেয়েছি। মেডিক্যাল রিপোর্টে তো অসুস্থতার স্পষ্ট প্রমাণ রয়েছে। প্রযোজকের কথাও শুনতে হবে। তার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’’

আরও পড়ুন, বিয়ে করেই কি দেশে ফিরলেন রণবীর-দীপিকা?

কী ভাবে অভিনেতাদের শোষণ করা হয় তার প্রমাণ শিল্পা শিন্ডে বা কিশওয়ার মার্চেন্টের মতো অভিনেতার কথায় আগেও প্রকাশ্যে এসেছে। তবে জ্যোতি এবং প্রণবের অভিযোগ আরও গুরুতর বলে মনে করছে সিনে মহলের একটা বড় অংশ।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন