Entertainment News

‘কালা’-র টিজারে ভাইরাল রজনীকান্ত

টিজারে দেখা যাচ্ছে, ‘কালা… ক্যায়সা নাম হ্যায় রে?’ এই প্রশ্ন রজনীকান্তকে করছেন নানা পাটেকার। নিজস্ব স্টাইলে তার জবাব দেন গ্যাংস্টার রজনী। যে সময় টিজার রিলিজ করার কথা ছিল, তার কিছুক্ষণ আগেই টিজার প্রকাশ করে দেন রজনীকান্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ১৭:৫৯
Share:

‘কালা’র টিজারের একটি দৃশ্যে রজনীকান্ত। ছবি: ইউটিউবের সৌজন্যে।

‘কালা… ক্যায়সা নাম হ্যায় রে?’… ঠিক এ ভাবেই শুরু রজনীকান্তের দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘কালা’-র টিজার। রজনীকে টিজারে ‘কালা’ হিসেবে দেখে আপ্লুত দর্শক। মুক্তির সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই টিজার।

Advertisement

ওয়েব দুনিয়ার হিসেব বলছে, শুক্রবার সকালে ‘কালা’র টিজারের ১৬ লক্ষ ভিউ হয়েছে। বিকেলের মধ্যেই সংখ্যাটা ছাড়িয়ে য়ায় ৫০ লক্ষ। দিনভর ট্রেন্ডিংয়ের ছিল এই সিনেমার টিজার।

টিজারে দেখা যাচ্ছে, ‘কালা… ক্যায়সা নাম হ্যায় রে?’ এই প্রশ্ন রজনীকান্তকে করছেন নানা পাটেকার। নিজস্ব স্টাইলে তার জবাব দেন গ্যাংস্টার রজনী। যে সময় টিজার রিলিজ করার কথা ছিল, তার কিছুক্ষণ আগেই টিজার প্রকাশ করে দেন রজনীকান্ত।

Advertisement

আরও পড়ুন, স্বস্তিকা নন, এ বার ‘দুপুর ঠাকুরপো’দের সামলাবেন শ্রীলেখা!

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement