ছেলে যুগের সঙ্গে কাজল। ছবি: সংগৃহীত।
ছবিশিকারিদের কাছে ছাড় নেই তারকা-সন্তানদেরও। মুম্বইয়ে ছবিশিকারিদের দাপটে অতিষ্ঠ তাঁদের জীবন। কোনও অনুষ্ঠান, বিমানবন্দর, রেস্তরাঁয় তো বটেই, এমনকি তারকাদের ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়েন তাঁরা, অভিযোগ এমনই। দিনকয়েক আগেই হৃতিক রোশনের ছেলের পিছু নেন ছবিশিকারিরা। এ বার সেই তালিকায় যুক্ত হলেন কাজল-পুত্র যুগ দেবগন।
সম্প্রতি মুম্বইয়ের একটি শরীরচর্চা কেন্দ্র থেকে বেরোচ্ছিল বছর পনেরোর যুগ। ছাতায় মুখ ঢেকে ফুটপাত ধরে হাঁটছিল সে। সঙ্গে নিরাপত্তারক্ষী। তবে ওই অবস্থাতেই প্রায় মাটিতে বসে যুগের ছবি তোলার চেষ্টা করেন ছবিশিকারিরা। এ ভাবে ছবি তোলা যে পছন্দ নয় যুগের সেটা জানিয়ে সে অনুরোধ করতে থাকে, ‘‘প্লিজ়, ছবি তুলবেন না।’’
এই ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। কেউ বলছেন, ‘‘ওকে ওর মতো বাঁচতে দিন।’’ কেউ লিখছেন, ‘‘ও তারকা নয়, কেন ওকে রেহাই দিচ্ছে না?’’ এর আগে একাধিকবার ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন কাজলের মেয়ে নিসা দেবগন। কখনও সে টলমল পায়ে ক্লাব থেকে বেরোচ্ছে। কখনও আবার রূপটান সেরে ফিরছে। নিসা বাইরে বেরোলেই হাজির ছবিশিকারিরা! তবে তার ছবি তুললে কখনও আপত্তি জানায়নি নিসা। তবে ছেলে যুগ এ সবের থেকে দূরেই থাকতে চায়।