Durgapuja 2025

কাকার প্রয়াণে পরিবারে কালাশৌচ! আদৌ কি হবে মুখোপাধ্যায়দের দুর্গাপুজো? কী ঘোষণা করলেন তানিশা

মুম্বইয়ের অন্যতম আলোচিত দুর্গোৎসব হল মুখোপাধ্যায়দের পুজো। কিন্তু এই বছর তাঁদের কারও মন ভাল নেই। কাকার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারছেন না কাজল, তানিশারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭
Share:

মুখোপাধ্যায় পরিবারের এই বছরের পুজোয় এই আনন্দ ফিকে। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের কাছে এই বছরটা খুব একটা আনন্দের নয়। আর পাঁচটা বছরের মতো এই বছরও দুর্গাপুজো হবে। কিন্তু ফিকে সব আনন্দ। মন ভাল নেই কারও। কেন?

Advertisement

কাজল, তানিশা মুখোপাধ্যায়ের কাকা দেবু মুখোপাধ্যায়। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা। মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় চারটে দিন তাঁকে দেখা যেত মণ্ডপেই। সবকিছু নিজের নজরে রাখতেন। কে এল, সবাই প্রসাদ পেল কি না— সবকিছু দেখভাল করতেন। চলতি বছরের মাঝামাঝি মারা যান তিনি — মুখোপাধ্যায় বাড়ির অন্যতম জ্যেষ্ঠ সদস্য। পুজোর আগে তাই মনখারাপ সবার।

অনেকের মনেই প্রশ্ন ছিল, তা হলে কি এই বছর পুজো হবে? সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করে তানিশা জানিয়েছেন, পুজো হবে। কিন্তু পরিবারের সদস্যেরা কেউ পুজোয় বসতে পারবেন না। তিনি বলেন, “কাকা নেই, ভাবতে পারছি না। প্রতি বছর পুজোর প্রায় সব দায়িত্ব ওঁর কাঁধেই থাকত। সেখানে কাকাকে ছাড়াই পুজো হবে। এই বছর মা আসবে। পুজোও হবে কিন্তু আমরা কেউ পুজোয় বসতে পারব না।” সাংবাদিক বৈঠকে পরিচালক দিদি তানিশার পাশেই বসেছিলেন অয়ন।

Advertisement

রানি মুখোপাধ্যায় থেকে কাজল, সবাই এই চার দিন মণ্ডপেই থাকেন। নিজের হাতে পুজোর প্রসাদ বিতরণ করেন। এই বছর কি সে সবও বাদ? প্রশ্ন অনুরাগীদের মনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement