Kajol on Feminism

হাতে একের পর এক কাজ, নতুন চরিত্রে মানিয়ে নিচ্ছেন কাজল, নারীবাদ নিয়ে কী মন্তব্য অভিনেত্রীর?

তাঁর শেষ তিনটি চরিত্রই এক মায়ের। কেন এই ধরনের চরিত্রের প্রতি বার বার আকৃষ্ট হচ্ছেন কাজল? নারীবাদ নিয়ে তাঁর মত জানালেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৭
Share:

কাজল। ছবি: সংগৃহীত।

আপাতত একের পর এক কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন কাজল। গত ৪ মাসে চারটি ভিন্ন ধরনের কাজ করলেন তিনি। ‘মা’, ‘সরজ়মিন’, ‘দ্য ট্রায়াল সিজ়ন ২’ মুক্তির পাশাপাশি এখন নতুন অনুষ্ঠানের স়ঞ্চালক তিনি। “আমার ভাগ্য ভাল যে এত ভিন্ন ধরনের কাজ করতে পারছি। জীবনে কোনও কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য”, উচ্ছ্বসিত কাজল।

Advertisement

উল্লেখযোগ্য বিষয়, তাঁর অভিনীত সাম্প্রতিকতম তিনটি চরিত্রই এক মায়ের। কেন এই ধরনের চরিত্রের প্রতি বার বার আকৃষ্ট হচ্ছেন কাজল? অভিনেত্রীর কথায়, “খুব কাকতালীয় ভাবে প্রত্যেকটা চরিত্র এমন মায়ের যে সারা ক্ষণ সন্তানদের ভীষণ আগলে রাখে। ‘সরজ়মিন’ গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই বছরে হল। তবে আমি ব্যক্তিগত জীবনেও এরকমই। হয়তো সেই কারণেই এমন চরিত্র আমার কাছে আসে।”

তাঁর ভিন্ন চরিত্রের কথা মাথায় রেখে নারীবাদের প্রশ্ন উঠলে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এমন বলছি না যে এতে অন্য লিঙ্গের কোনও সম্পর্ক নেই। কিন্তু এর ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজের শক্ত করে তোলা, প্রতিষ্ঠিত করা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement