মুখোপাধ্যায় পরিবারে শোকের ছায়া। ছবি: সংগৃহীত।
মুম্বইয়ের অভিজাত মুখোপাধ্যায়দের পুজোয় চার দিন যাঁকে প্রায় সর্বক্ষণ দেখা যায় তিনি শ্রাবণী মুখোপাধ্যায়। ‘বর্ডার’ সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। যদিও একটা সময়ের পর স্বেচ্ছায় সরে আসেন রুপোলি পর্দা থেকে। এ বার বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। তাঁর বাবা রনো মুখোপাধ্যায় ছিলেন বলিউডের পরিচালক। ‘হ্যায়ওয়ান’ ও ‘তু মেরি জ়িন্দগী হে’ ছবির পরিচালনা দায়িত্ব সামলেছেন। যদিও পরিচালক হিসেবে তেমনভাবে দাগ কাটতে পারেননি।
শ্রাবণী খুড়তুতো ভাই অয়ন ও খুড়তুতো বোন তানিশার খুবই ঘনিষ্ঠ। যদিও রানি ও কাজল দু’জনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে তাঁর। কাকা রনোর শেষ সময়ে তানিশাকেই শ্রাবণীর পাশে দেখা গিয়েছে। এ ছাড়াও শেষকৃত্যের সময় শ্মশানে যান ভাইপো অয়ন মুখোপাধ্যায়। যদিও কাজল ও রানিও কাকার শেষকৃত্যে থাকতে পারেননি। কারণ, কাজল ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘মা’-এর প্রচারে, অন্য দিকে রানি পরিবার নিয়ে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। চলতি বছরেই প্রয়াত হয়েছেন অয়নের বাবা দেব মুখোপাধ্যায়। এ বার চলে গেলেন মুখোপাধ্যায় পরিবারের আরও এক সদস্য।