shah rukh khan

এই ছবিতে শাহরুখের বোনের চরিত্র রিফিউস করেন কাজল!

শাহরুখের বিপরীতে কাজল মানেই একটা অন্য সেনসেশন। স্ক্রিনজুড়ে উষ্ণতা, বন্ধুত্ব, খুনসুটি, গভীর প্রেম মানেই শাহরুখ-কাজল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০২
Share:

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির দৃশ্য।

শাহরুখ খানের বোন কাজল! না এমনটাই হওয়ার কথা ছিল। তবে হয়নি। বলিউড বাদশা শাহরুখ খান ও কাজল চিরকালীন সেরা রোম্যান্টিক জুটিদের অন্যতম। ঠিক যেমন অমিতাভ বচ্চন-রেখা, ধর্মেন্দ্র-হেমা মালিনী, তেমনই শাহরুখ-কাজল।

Advertisement

বাজিগর, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কর্ণ-অর্জুন, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, এমনকি হালের দিলওয়ালে বা মাই নেম ইজ খান— একের পর ব্লকব্লাস্টার ছবি এসেছে তাঁদেরই হাত ধরে। শাহরুখের বিপরীতে কাজল মানেই একটা অন্য সেনসেশন। স্ক্রিনজুড়ে উষ্ণতা, বন্ধুত্ব, খুনসুটি, গভীর প্রেম মানেই শাহরুখ-কাজল।

কিন্তু একবার কাজলকেই অফার করা হয়েছিল শাহরুখ খানের বোনের চরিত্র করার জন্য! হ্যাঁ, ঠিকই শুনেছেন।

Advertisement

‘জোশ’ ছবির পোস্টার।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জোশ’। আর এই ছবিতেই নাকি কাজলকে বলা হয়েছিল শাহরুখের বোনের চরিত্রে কাজ করতে। কিন্তু কাজল সঙ্গে সঙ্গে তা ‘রিজেক্ট’ করে দেন।

আরও পড়ুন: জীবনদায়ী আশ্লেষ! সুতীব্র চুম্বনে জীবন ফেরানোর কথা কখনো শুনেছেন!

কাজল এই অফার ছেড়ে দেওয়ার পর বলিউডের অপর ডিভা ঐশ্বর্যা রাই সেই চরিত্রে অভিনয় করেন। ছবিতে শাহরুখ, ঐশ্বর্যা ছাড়াও অভিনয় করেন চন্দ্রচূড় সিংহ। আমির চেয়েছিলেন ম্যাক্স অর্থাৎ শাহরুখের চরিত্রটায় অভিনয় করতে। কিন্তু মনসুর খান আবার শাহরুখ ছাড়া কাউকে ওই চরিত্রে ভাবতেই পারেননি।

আরও পড়ুন: কঙ্গনার জন্য কাজ ছাড়লেন সোনু?

তবে, কাজল শাহরুখের বোন না হওয়ায় বলিউড ফ্যানরা নিশ্চয়ই বেশ খুশিই হয়েছিলেন। কারণ তাঁদের কাছে ‘সর্ষে খেতে ঢেউ’ মানে রাহুল-অঞ্জলি। শাহরুখ-কাজল।

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে। )

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement