Entertainment News

অষ্টমীর ছবি শেয়ার করলেন কাজল

মুখোপাধ্যায় বাড়ির পুজো মুম্বইয়ে বিখ্যাত। বাড়ির মেয়ে অর্থাত্ বলি নায়িকা কাজল, রানি, তানিশারা এই চারটে দিন পুজোয় মেতে থাকেন। অঞ্জলি থেকে বিসর্জন সবেতেই অংশ নেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১৩
Share:

মুম্বই এখন সেজে উঠেছে নবরাত্রির জন্য। কিন্তু দুর্গা পুজোয় বা কম যায় কীসে? মুম্বইবাসী বাঙালিরা মেতেছেন দুর্গা আরাধনায়।

Advertisement

আরও পড়ুন, ইরানি ছবি থেকে টুকে তৈরি হয়েছে ‘নিউটন’?

এই তালিকায় রয়েছেন সেলেবরাও। মুখোপাধ্যায় বাড়ির পুজো মুম্বইয়ে বিখ্যাত। বাড়ির মেয়ে অর্থাত্ বলি নায়িকা কাজল, রানি, তানিশারা এই চারটে দিন পুজোয় মেতে থাকেন। অঞ্জলি থেকে বিসর্জন সবেতেই অংশ নেন তাঁরা। ভোগ বিতরণ করেন নিজের হাতে। এ বছরও তার ব্যতিক্রম নয়।

Advertisement

আরও পড়ুন, মাহিরার সঙ্গে রণবীরের সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুললেন ঋষি

অষ্টমীর সকালে কাজল নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পুজোর ছবি। দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে নায়িকা। ঠাকুর আনার সময়ও মা তনুজা ও বোন তানিশাকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। এ বার যেন কিছুটা আগে থেকেই পুজো শুরু হয়েছে তাঁর। সময়মতো আপডেটও করছেন ওয়েব দুনিয়ায়। সব মিলিয়ে এখন আনন্দ করার সময়। !

!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন