Vacancy in Project Work

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইন্টার্ন প্রয়োজন, প্রশিক্ষণের সঙ্গে মিলবে বৃত্তিও

শূন্যপদ একটি। ইন্টার্নশিপের মেয়াদ দু’মাস। প্রতি মাসে ৫০০০ টাকা বৃত্তি পাওয়া যাবে। গবেষণা প্রকল্পটি ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৫১
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

জিয়োলজি নিয়ে পড়াশোনা করে থাকলে চাকরির আগে প্রশিক্ষণের সুযোগ মিলতে পারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের তরফে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Advertisement

জানা গিয়েছে একটি শূন্যপদে স্টুডেন্ট ইন্টার্ন নেওয়া হবে। ইন্টার্নশিপের মেয়াদ দু’মাস। প্রতি মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে। গবেষণা প্রকল্পটি ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিয়োলজি অথবা অ্যাপ্লাইড জিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আগ্রহীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৬ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement