CTET Correction window open

সিটেট দিচ্ছেন! আবেদনপত্রে কোনও ভুল থাকলে করা যাবে সংশোধন, সময়সীমা প্রকাশ করল সিবিএসই

২০২৬-এ এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন যে সকল প্রার্থী তাঁদের আবেদনপত্র সংশোধন করার সুযোগ দিচ্ছে সিবিএসই। অর্থাৎ, যদি আবেদনের সময় কোনও তথ্য ভুল দেওয়া হয়ে থাকে, তা শুধরে নেওয়ার সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪
Share:

প্রতীকী ছবি।

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র স্কুলগুলিতে পড়ানোর ইচ্ছে থাকলে উত্তীর্ণ হতে হয় নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষায়। যার নাম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)। ২০২৬-এর পরীক্ষার জন্য আবেদন করেছেন যাঁরা, তাঁদের আবেদনপত্র সংশোধন করার সুযোগ দিচ্ছে সিবিএসই। অর্থাৎ, যদি আবেদনের সময় কোনও তথ্য ভুল দেওয়া হয়ে থাকে, তা শুধরে নেওয়া যাবে।

Advertisement

সিটেট ২০২৬-র জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন যে সকল প্রার্থী তাঁদের আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে সংশোধন করে নিতে হবে। সিটেট-র অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তাদের জমা দেওয়া আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন। প্রার্থীর আবেদনপত্রে থাকা বিভিন্ন ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সংশোধন করা যাবে। প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, লিঙ্গ, শ্রেণি (ক্যাটাগরি), ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণ, প্রার্থীর পেপার নির্বাচন— এই বিষয়গুলি পরিবর্তন করা যাবে। তবে, পরীক্ষা কেন্দ্রের শহর পরিবর্তন করতে পারবেন না প্রার্থীরা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সিটেট ২০২৬-র পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি। দু’টি ভাগে দু’টি পেপারের পরীক্ষা হবে। মোট ২ ঘণ্টা ৩০ মিনিট দেওয়া হবে প্রতিটি পরীক্ষার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement