PhD Admission 2026

ম্যানেজমেন্ট-এ উচ্চশিক্ষার ইচ্ছা! পিএইচডি-র সুযোগ মিলতে পারে আইআইএম লখনউয়ে

ম্যানেজমেন্ট পিএইচডি-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি আবাসিক প্রোগ্রাম। অর্থাৎ প্রতিষ্ঠানে থেকে পড়াশোনা করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৩:০২
Share:

আইআইএম লখনউ। ছবি: সংগৃহীত।

লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।

Advertisement

ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি আবাসিক প্রোগ্রাম। অর্থাৎ প্রতিষ্ঠানে থেকে পড়াশোনা করতে হবে। সাড়ে চার বছর পড়তে হবে পিএইচডি-র জন্য। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া চাই। যদি স্নাতক যোগ্যতা থাকে, সে ক্ষেত্রে ৭০ শতাংশ নম্বর-সহ এই স্তর উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

আইআইএম লখনউয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম লখনউয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement