Entertainment News

বাস্তবে প্রেমে পড়ে সিরিয়াল থেকে বাদ পড়া কাঞ্চি উইশ করলেন রোহনকে

প্রায় এক বছর আগে রিয়েল লাইফে প্রেমে পড়ে রিল লাইফ থেকে বাদ পড়েছিলেন রোহন মেহেরা এবং কাঞ্চি সিংহ। তখন থেকেই তাঁদের প্রেম শিরোনামে। গতকাল ছিল রোহনের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দিয়ে উইশ করেছেন কাঞ্চি। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১৯:১৩
Share:

সেটের বাইরে রোহন মেহেরা এবং কাঞ্চি সিংহ।— ফাইল চিত্র।

প্রায় এক বছর আগে রিয়েল লাইফে প্রেমে পড়ে রিল লাইফ থেকে বাদ পড়েছিলেন রোহন মেহেরা এবং কাঞ্চি সিংহ। তখন থেকেই তাঁদের প্রেম শিরোনামে। গতকাল ছিল রোহনের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দিয়ে উইশ করেছেন কাঞ্চি। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে।

Advertisement

আরও পড়ুন, কর্ণের সন্তানদের দেখতে যাবেন? কাজল বললেন…

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’তে অনস্ক্রিন ভাইবোনের ভূমিকায় অভিনয় করতেন তাঁরা। সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। সে সময় জানা গিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের বাস্তব সম্পর্কের ব্যাপারে সাবধানী হওয়ার নির্দেশ দিয়েছিলেন। যেহেতু তাঁরা অনস্ক্রিন ভাইবোনের ভূমিকায় অভিনয় করছেন তাই বাস্তবে তাঁদের সম্পর্ক যেন গোপন রাখা হয়। কারণ সিরিয়ালের দর্শক অভিনেতাদের ইমেজ নিয়ে অনেক বেশি সেনসেটিভ। কিন্তু তাঁরা ওই নির্দেশ হালকা ভাবে নিয়েছিলেন। এর ফলেই নাকি ওই সিরিয়াল থেকে তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তৃপক্ষ। ! 🎉 ❤️

Advertisement

! 🎉 ❤️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement