Bollywood Update

রাশিয়া, কোরিয়ার পর এ বার ভারত? বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণের নিদান দিলেন কঙ্গনা

চলতি মাসের শেষের দিকে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘তেজস’। ছবিতে এক বায়ুসেনাকর্মীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ২০:১০
Share:

কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম কৃতী ও প্রশংসিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে, প্রশংসার পাশাপাশি নায়িকাকে নিয়ে বিতর্কও কম নয়। কঙ্গনাকে ঘিরে নিরন্তর বিতর্কের জন্য দায়ী তাঁরই বিবিধ মন্তব্য। রাজনৈতিক বিষয়ে বরাবরই খোলমেলা ভাবে কথাবার্তা বলতেই পছন্দ করেন কঙ্গনা। গত কয়েক বছরে সেই অভ্যাস তাঁর বেড়েছে বই কমেনি। কেন্দ্রীয় সরকারের সমর্থনে একাধিক বার মুখ খুলেছেন কঙ্গনা। সেখানেই অবশ্য থেমে থাকেননি তিনি। কখনও কখনও আরও কয়েক কাঠি এগিয়ে নিজের মতামতও ব্যক্ত করেছেন বলিউডের ‘কুইন’।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, এ দেশে স্নাতক হওয়ার পরে সব পড়ুয়ার সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দেওয়া উচিত। কঙ্গনার কথায়, ‘‘সেনা প্রশিক্ষণের সবচেয়ে বড় দিক হল, অলস, অকর্মণ্য ও দায়িত্বজ্ঞানহীনদের ছেঁটে ফেলা যাবে। কারণ, সেনা প্রশিক্ষণ পেলে তবেই এই প্রজন্মের মধ্যে নিয়মানুবর্তিতা ও নিষ্ঠাবোধ তৈরি হবে।’’ প্রসঙ্গত, নিজের পরের ছবি ‘তেজস’-এ এক বায়ুসেনাকর্মীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবিতে যুদ্ধবিমানের চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এক সেনাকর্মীর পথচলার গল্প বলতে চলেছে এই ছবি। আপাতত ওই ছবির প্রচারেই ব্যস্ত কঙ্গনা। আগামী ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘তেজস’।

শুধু ‘তেজস’-ই নয়, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাচ্ছে কঙ্গনার আরও একটি ছবি। ছবির নাম ‘ইমার্জেন্সি’। ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শুধু অভিনয়ই নয়, ছবি পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনিই। ‘থালাইভি’ ছবিতে জয়ললিতার চরিত্রের পর দ্বিতীয় বার এক রাজনীতিকের চরিত্রে দেখা যেতে চলেছে কঙ্গনাকে। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ‘ইমার্জেন্সি’-র।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন