অক্ষয়ের প্রশংসায় কঙ্গনা

এক সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা কথা বলেন অক্ষয়ের পক্ষ নিয়েই। তাঁর মতে, অক্ষয় না থাকলে এই বিষয়গুলো নিয়ে এত জনপ্রিয় ছবি তৈরি করা সম্ভব হত না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share:

অক্ষয় ও কঙ্গনা

কঙ্গনা রানাউতের মুখে তারিফ শোনা গেল, তা-ও আবার অক্ষয়কুমারের ব্যাপারে। নারীকেন্দ্রিক ছবিকে আরও বেশি করে সামনে আনার জন্য অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা। বলেছেন, ‘‘মূলত মহিলা বিজ্ঞানীদের সাফল্যের গল্প বলে ‘মিশন মঙ্গল’। সেখানে অক্ষয় কাজ করায় ছবিটি আলাদা মাইলেজ পেয়েছে। এই ধরনের ছবিকে সামনে আনার জন্য ওঁর ধন্যবাদ প্রাপ্য।’’ কিন্তু ‘মিশন মঙ্গল’-এ এত অভিনেত্রী থাকা সত্ত্বেও পোস্টারে অক্ষয়ের মুখ বড় করে দেখানোয় বিতর্ক তৈরি হয়েছিল। এক সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা কথা বলেন অক্ষয়ের পক্ষ নিয়েই। তাঁর মতে, অক্ষয় না থাকলে এই বিষয়গুলো নিয়ে এত জনপ্রিয় ছবি তৈরি করা সম্ভব হত না। এবং এর ফলে দর্শকের মানসিকতায় বদলও এসেছে। আগে শুধুই ‘আইক্যান্ডি’ হয়ে থাকা নায়িকারা এখন ছবিকে নিয়ন্ত্রণ করেন। ‘প্যাডম্যান’ কিংবা ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবিতে নারীদের সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। যা একাধারে গভীর সামাজিক সমস্যাও। অক্ষয় এই বিষয়গুলোকে ছবির মাধ্যমে সামনে তুলে আনায় কঙ্গনা তাঁকে সাধুবাদ জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন