Kanika Kapoor

করোনা: পঞ্চম বারেও রিপোর্ট পজিটিভ এল কণিকার  

কেমন আছেন কণিকা?

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৭:০২
Share:

কণিকা কপূর।

পর পর পাঁচ বার কোভিড-১৯ পরীক্ষা হল কণিকা কপূরের। আর পঞ্চম বারেও রিপোর্ট পজিটিভ এল তাঁর। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

Advertisement

কেমন আছেন কণিকা?

বেশ কিছু সংবাদমাধ্যমে গত কয়েক দিন ধরেই রটে যায়, কণিকার অবস্থা নাকি খুবই সঙ্কটজনক। সেই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েওই হাসপাতালের ডিরেক্টর প্রফেসর আরকে ধীমান জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। চিন্তা করার কিছু নেই। স্বাভাবিক ভাবেই খাওয়া দাওয়া করছেন তিনি।

Advertisement

এদিকে কাল ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কণিকা। সেখানে তিনি লেখেন, “আইসিইউতে আমি ভর্তি নেই। আমি ভাল আছি। বাড়িতে সন্তানদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি”।

আরও পড়ুন- প্রিয়জনকে হারালেন সলমন, খান পরিবারে শোকের ছায়া

দেখুন কণিকার পোস্ট

Going off to bed. Sending you all loving vibes. Stay safe you guys ❤ Thank you for your concern but I am not in the ICU. I am fine. I hope my next test is negative. Waiting to go home to my kids and family 🤗❤ miss them!

A post shared by Kanika Kapoor (@kanik4kapoor) on

আরও পড়ুন- লকডাউনে কত জন মানুষ ভাবছেন কুকুরদের কথা? প্রশ্ন তুললেন এনা সাহা

গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হন কণিকা কপূর। ৯ মার্চ লন্ডন থেকে ফেরেন তিনি। কিন্তু কোয়রান্টিন থাকার পরিবর্তে বেশ কিছু পার্টিতেও যোগ দেন। সরকারি নির্দেশিকা অমান্য করার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল। প্রাথমিক ভাবে নিন্দিত হলেও আপাতত কণিকার সুস্থতার অপেক্ষায় সেলেব থেকে সাধারণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন