kantara 2 box office collection

মুক্তির ছ’দিন পেরোতে না পেরোতেই বক্স অফিসে ‘কান্তারা ১’ কত কোটির ব্যবসা করল?

২০২২ সালে ঋষভ শেট্টি অভিনীত, প্রযোজিত, পরিচালিত ‘কান্তারা’ দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তিন বছর পর মুক্তি পেল এই ছবির প্রিক্যুয়েল। কেমন সাড়া ফেলল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ২০:০২
Share:

‘কান্তারা: চ্যাপটার ১’ ছবির একটি দৃশ্যে ঋষভ শেট্টি। ছবি: সংগৃহীত।

তিন বছর আগে মুক্তি পেয়েছিল ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ওই ছবি বক্স অফিসে ঝড় তোলে সেই সময়। ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রায় ১২৫ কোটি বাজেটের এই ছবি তিন বছর ধরে বানিয়েছেন ঋষভ। মুক্তির প্রথম দিনেই ৬১ কোটির ব্যবসা করে এই ছবি। পাঁচ দিনে সারা বিশ্বে ছবিটি ইতিমধ্যেই ৪১৫ কোটির ব্যবসা করে ফেলেছে বলে খবর।

Advertisement

অতিমারির ঠিক পরেই, ২০২২ সালে ঋষভ শেট্টি অভিনীত, প্রযোজিত, পরিচালিত এই ছবি দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। শুধু ছবিটি নয়, অভিনেতা ঋষভকে নিয়েও শুরু হয় চর্চা। যদিও তিনি ‘কান্তারা’র সাফল্যের পরে ফের চলে যান অন্তরালে। তিন বছরের বিরতি নিয়ে ফের একই রকম সাড়া পেলেন দর্শকদের কাছ থেকে।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম ও হিন্দি। এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত ‘সনী সংস্কারী কি তুলসী কুমারী’, যদিও ‘কান্তার ১’-এর পাশে দাঁড়াতে পারেনি এই ছবি। শুধু ভারতেই প্রথম তিন দিনে ২০০ কোটি টাকা আয় করে ফেলে এই ছবি। প্রথম সপ্তাহ পেরোনোর আগেই সারা বিশ্বে ৫০০ কোটির ঘরে এই ছবি। এর আগে ‘কেজিএফ ১’-এর মতো দক্ষিণী ছবি এত দ্রুত গতিতে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছিল। তবে ‘কান্তারা ১’ সেই নজির ভেঙে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement