Entertainment News

জোকস শুনে দর্শক হাসছেন না, শুটিং বাতিল করলেন হতাশ কপিল?

তাঁর জোকস শুনে দর্শক হাসছেন না, এমন পরিস্থিতি কপিল শর্মার কল্পনার অতীত ছিল। কিন্তু ঠিক সেই ঘটনাই নাকি ঘটল ‘দ্য কপিল শর্মা শো’-এর শুটিংয়ে। সূত্রের খবর, এর জেরে নাকি শুটিং বন্ধ রাখেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৭:২৪
Share:

তাঁর জোকস শুনে দর্শক হাসছেন না, এমন পরিস্থিতি কপিল শর্মার কল্পনার অতীত ছিল। কিন্তু ঠিক সেই ঘটনাই নাকি ঘটল ‘দ্য কপিল শর্মা শো’-এর শুটিংয়ে। সূত্রের খবর, এর জেরে নাকি শুটিং বন্ধ রাখেন তিনি।

Advertisement

ঘটনাটি ঠিক কী?

আরও পড়ুন, ‘দু পেগ করে মেরে দেব, সব ঠিক হয়ে যাবে’, সুনীল প্রসঙ্গে বললেন কপিল

Advertisement

সূত্রের খবর, চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির জেরে এই শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা এখনও আনুষ্ঠানিক ভাবে জানাননি সুনীল গ্রোভার। কিন্তু তাঁর শুটিংয়ে না থাকাটা বা অনস্ক্রিন সুনীলকে দেখতে না পাওয়াতে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়েছে দর্শকদের মনে। পাশাপাশি বেরিয়ে গিয়েছেন আলি আসগর, চন্দন প্রভাকর ও সুগন্ধা মিশ্রও। গত কয়েকদিনের ঘটনাক্রম দেখেও বেশ বিরক্ত দর্শকদের একটা বড় অংশ।

আরও পড়ুন, স্বপ্না ও বানির ‘লিপলক কিস’ ভাইরাল!

এই পরিস্থিতিতে শুটিং-এ কপিলের জোকস শুনে কোনও প্রতিক্রিয়া দেননি দর্শকরা। অন্য সময় তাঁরাই হাততালি দিয়ে কপিলকে উত্সাহিত করেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় প্রাথমিক ভাবে হতাশ হয়ে পড়েন কপিল। তার জেরে নাকি শুটিং বন্ধ করে দেন। ততক্ষণে প্রায় ১৫ মিনিটের শুটিং হয়ে যাওয়ায় বাকিটা শেষ করার জন্য তাঁকে অনুরোধ করা হয়। কিন্তু কপিল তাতে রাজি হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement