Entertainment News

‘দু পেগ করে মেরে দেব, সব ঠিক হয়ে যাবে’, সুনীল প্রসঙ্গে বললেন কপিল

না! ‘দ্য কপিল শর্মা শো’-তে সম্ভবত সুনীল গ্রোভারকে আর দেখা যাবে না। অন্তত বলিউডি সূত্র তেমন খবরই দিচ্ছে। তবু কপিল এখনও বিশ্বাস করেন সুনীল ফিরে আসবেন। বিশ্বাস করেন ঠিক হয়ে যাবে তাঁদের সম্পর্ক। সম্প্রতি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের কাছে সুনীল প্রসঙ্গে কপিল বলেছেন, ‘‘দু’পেগ করে মেরে দেব, সব ঠিক হয়ে যাবে।’’ সুনীলের জায়গায় আপাতত রাজু এসেছেন তাঁর শো-তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৫:৪৭
Share:

না! ‘দ্য কপিল শর্মা শো’-তে সম্ভবত সুনীল গ্রোভারকে আর দেখা যাবে না। অন্তত বলিউডি সূত্র তেমন খবরই দিচ্ছে। তবু কপিল এখনও বিশ্বাস করেন সুনীল ফিরে আসবেন। বিশ্বাস করেন ঠিক হয়ে যাবে তাঁদের সম্পর্ক। সম্প্রতি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের কাছে সুনীল প্রসঙ্গে কপিল বলেছেন, ‘‘দু’পেগ করে মেরে দেব, সব ঠিক হয়ে যাবে।’’ সুনীলের জায়গায় আপাতত রাজু এসেছেন তাঁর শো-তে।

Advertisement

আরও পড়ুন, ‘নার্ভাস লাগছে, মনে হচ্ছে কিছু হারিয়েছি আমি’

সুনীল-কপিল দু’জনের সঙ্গেই রাজুর ঘনিষ্ঠতা রয়েছে। রাজু জানিয়েছেন, বিমানের মধ্যে তাঁদের ঝগড়া ও পরবর্তী ঘটনা নিয়ে দু’জনকেই আলাদা ভাবে জিজ্ঞেস করেছিলেন। উত্তরে কপিল নাকি ওই কথা বলেছেন। কপিল আরও বলেন, ‘‘আমি আর সুনীল একসঙ্গে বসব, কথা বলব। ব্যস, সব ঠিক হয়ে যাবে।’’ অন্য দিকে সুনীল নাকি রাজুকে এসএমএস করে জানিয়েছেন, আপাতত তিনি বেড়াতে গিয়েছেন। পরে তাঁকে সব ঘটনা জানাবেন।

Advertisement

আরও পড়ুন, তৈমুরের জন্য কোন পছন্দের জিনিস ছাড়লেন করিনা?

ইতিমধ্যেই ‘দ্য কপিল শর্মা শো’-তে দু’-তিন দিন শুটিং করেছেন রাজু। তিনিও কি সুনীলের মতো জনপ্রিয়তা পাবেন? রাজু বলেন, ‘‘আমার নিজস্ব স্টাইল রয়েছে, রয়েছে নিজস্ব দর্শক। শো-নির্মাতারা একটা নতুন চরিত্রের কথা ভেবেছেন। কপিলেরও আমার কাজ পছন্দ হচ্ছে। তবে দর্শকরা যেমন চাইবেন আমি তেমন ভাবেই নিজেকে প্রেজেন্ট করব।’’

‘দ্য কপিল শর্মা শো’-তে রাজু ও কপিল। ছবি: সংগৃহীত।

যদি সত্যিই সুনীল আবার ফিরে আসেন এই শো-তে? রাজুর জবাব, ‘‘আমি তো থাকবই। আমরা একসঙ্গে পারফর্ম করব।’’শোনা গিয়েছে, অন্য একটি বেসরকারি চ্যানেলে প্রায় একই রকম শো লঞ্চ করতে চলেছেন সুনীল। সে প্রসঙ্গে রাজুর মত, ‘‘যে কোনও চ্যানেল এই ধরনের পরিস্থিতির সুযোগ খোঁজে। ফলে সুনীল অফার পাবেই। শুধু একটাই কথা বলব, এ সময় সুনীলের ইমোশনালি কোনও সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement