Entertainment News

বিয়ে করছেন কপিল, কবে জানেন?

দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাতের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কপিল চলতি ডিসেম্বরেই। আগামী ১২ ডিসেম্বর জালন্ধরে বিয়ে করছেন তাঁরা। ১৪ ডিসেম্বর মুম্বইতে হবে রিসেপশন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৮:৫৬
Share:

গিন্নি এবং কপিল।

বলিউডে যেন বিয়ের সিজন চলছে। রবিবারই নিজেদের বিয়ের দিন ঘোষণা করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। এ বার বিয়ের খবর কনফার্ম করলেন কপিল শর্মা

Advertisement

দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাতের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কপিল চলতি ডিসেম্বরেই। আগামী ১২ ডিসেম্বর জালন্ধরে বিয়ে করছেন তাঁরা। ১৪ ডিসেম্বর মুম্বইতে হবে রিসেপশন।

সোমবার সংবাদ সংস্থাকে কপিল বলেন, ‘‘আমরা খুব সাধারণ অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু গিন্নি ওর বাবা-মায়ের একমাত্র মেয়ে। ওদের ইচ্ছে ছিল বড় অনুষ্ঠান করার। ফলে ওদের অনুভূতি আমি বুঝতে পেরেছি। ফলে বড় করেই অনুষ্ঠান হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন, বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কপিল

কপিল জানিয়েছেন, বিয়ের দিন অনেক আগে ঠিক হয়ে গেলেও তা প্রকাশ্যে আনেননি। কারণ পঞ্জাবি ছবি ‘সন অফ মনজিত্ সিং’-এর প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। বিয়ের পরই ‘দ্য কপিল শর্মা শো’-এর দ্বিতীয় সিজন শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement