Entertainment News

সলমন-অক্ষয়-কর্ণ, একসঙ্গে কী করছেন?

একজোট হলেন সলমন খান, অক্ষয় কুমার এবং কর্ণ জোহর। উপলক্ষ অবশ্যই ছবি। যা মুক্তি পাবে আগামী বছর। এই ত্রিভুজ কম্বিনেশন এর আগে সম্ভবত দেখেনি বলিউড। প্রযোজক সলমন খান, কর্ণ জোহর এবং নায়ক অক্ষয় কুমার। এই ভূমিকায় দেখা যাবে তারকাদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ১৫:৩০
Share:

নতুন কম্বিনেশন। ছবি: টুইটারের সৌজন্যে।

একজোট হলেন সলমন খান, অক্ষয় কুমার এবং কর্ণ জোহর। উপলক্ষ অবশ্যই ছবি। যা মুক্তি পাবে আগামী বছর। এই ত্রিভুজ কম্বিনেশন এর আগে সম্ভবত দেখেনি বলিউড। প্রযোজক সলমন খান, কর্ণ জোহর এবং নায়ক অক্ষয় কুমার। এই ভূমিকায় দেখা যাবে তারকাদের। এটাই নাকি ভক্তদের জন্য তাঁদের নিউ ইয়ার গিফট। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন খোদ অক্ষয়।

Advertisement

আরও পড়ুন, আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই বলিউডি নায়িকা!

এর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’তে একসঙ্গে কাজ করেছিলেন কর্ণ ও সলমন। একজন পরিচালক অন্যজন ছিলেন একটি বিশেষ চরিত্রে। কিন্তু একসঙ্গে প্রযোজকের দায়িত্ব সামলানো এই প্রথম। অনুরাগ সিংহ পরিচালনা করবেন এই ছবি। কর্ণ টুইট করেন ‘যখন বন্ধুরা এগিয়ে এসে একটা বিশেষ ছবি তৈরি করে তখন সত্যিই আনন্দের মুহূর্ত।’ বিটাউনের অনেকেই মনে করছেন ২০১৮এর সেরা বাজি হতে চলেছে এই ছবি। !

Advertisement

এর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’তে একসঙ্গে কাজ করেছিলেন কর্ণ ও সলমন। একজন পরিচালক অন্যজন ছিলেন একটি বিশেষ চরিত্রে। কিন্তু একসঙ্গে প্রযোজকের দায়িত্ব সামলানো এই প্রথম। অনুরাগ সিংহ পরিচালনা করবেন এই ছবি। কর্ণ টুইট করেন ‘যখন বন্ধুরা এগিয়ে এসে একটা বিশেষ ছবি তৈরি করে তখন সত্যিই আনন্দের মুহূর্ত।’ বিটাউনের অনেকেই মনে করছেন ২০১৮এর সেরা বাজি হতে চলেছে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement