শাহরুখ-কর্ণ
শাহরুখ খানের ‘জ়িরো’র সঙ্গে অক্ষয়কুমারের ‘কেশরী’র প্রথম দিনের কালেকশনের তুলনা করে পোস্ট দিয়েছিলেন এক নেটিজ়েন।
অক্ষয় আসলে শাহরুখের চেয়ে কতটা এগিয়ে, সেটাই ছিল পোস্টের মূল বার্তা। এ পর্যন্ত ঠিক ছিল। গোলমাল বাঁধল যখন কর্ণ জোহর ওই পোস্টটি লাইক করলেন। শাহরুখের ভক্ত শিবির কর্ণকে ট্রোল করতে শুরু করে। বিতর্ক থামাতে শেষ পর্যন্ত শাহরুখকে আসরে নামতে হয়। ‘কর্ণ ভাল পোশাক পরতে পারলেও টেকনিক্যাল বিষয়গুলো একেবারেই পারে না... ও ভুল করে ফেলেছে। তা ছাড়া ওর আঙুলও বড্ড মোটা! ভালবাসা ছড়িয়ে দিন... যুদ্ধ নয়,’ মজার
ছলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন শাহরুখ। তার আগে অবশ্য কর্ণ টুইট করে জানান, তাঁর অ্যাকাউন্টে কিছু সমস্যা হচ্ছে।
তবে শাহরুখ এগিয়ে আসায় ট্রোলদের হাত থেকে খানিকটা হলেও নিস্তার পেয়েছেন কর্ণ। ঘটনা হল, ‘কেশরী’র অন্যতম প্রযোজক কিন্তু কর্ণ নিজেই!