Donald Trump Tariff Halt

গৃহসজ্জা, রান্নাঘরের সামগ্রীতে শুল্কবৃদ্ধির নির্দেশ এক বছরের জন্য স্থগিত করে দিলেন ট্রাম্প! নেপথ্যে কোন কোন কারণ?

গত সেপ্টেম্বর মাসে ট্রাম্প জানিয়েছিলেন, গৃহশয্যার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কয়েকটি কাঠের সামগ্রীর ক্ষেত্রে আমদানি শুল্কের পরিমাণ বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ করা হবে। রান্নাঘরের সামগ্রীর ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে বলে জানানো হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৫:৪০
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

কাঠের আসবাব, গৃহসজ্জা এবং রান্নাঘরের সামগ্রীতে শুল্কবৃদ্ধির নির্দেশ এক বছরের জন্য স্থগিত করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রফতানি হওয়া উপরিউক্ত পণ্যগুলির জন্য আপাতত কোনও অতিরিক্ত শুল্ক লাগছে না। সে ক্ষেত্রে ওই জিনিসগুলির দাম আমেরিকার বাজারে তুলনায় কমই থাকবে। কী কারণে এই সিদ্ধান্ত, তার সম্ভাব্য ব্যাখ্যাও পাওয়া গিয়েছে।

Advertisement

গত সেপ্টেম্বর মাসে ট্রাম্প জানিয়েছিলেন, গৃহসজ্জার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কয়েকটি কাঠের সামগ্রীর ক্ষেত্রে আমদানি শুল্কের পরিমাণ বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ করা হবে। রান্নাঘরের সামগ্রীর ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে বলে জানানো হয়েছিল। নয়া শুল্ক নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার একটি নির্দেশনামায় স্বাক্ষর করে এই সিদ্ধান্ত আপাতত ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলির সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ জারি রয়েছে। তা ছাড়া দেশের নিরাপত্তা সংক্রান্ত কারণে এখনই কাঠ আমদানির উপর কোনও বিধিনিষেধ চাপাতে চায় না হোয়াইট হাউস। আমদানি শুল্ক বৃদ্ধি পেলে আমেরিকার খোলা বাজারে ওই জিনিসগুলির দাম বাড়ত। বিষয়টি সাধারণ মানুষের ক্ষোভেরও কারণ হত। এই সব কারণকে মাথায় রেখেই ট্রাম্পের আপাতত পিছু হটার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement