Entertainment News

কফি উইথ কর্ণ’র নতুন সিজন কবে থেকে শুরু জানেন?

পয়লা অক্টোবর, জাতীয় কফি দিবসে কর্ণ জোহর একটি টুইট করেছেন। লিখেছেন, ‘বানানটা বদলে দিয়েছি…কিন্তু ভালবাসা একই রয়েছে…সিজন সিক্স চাই কারও?’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১৭:৫০
Share:

কফি উইথ কর্ণ’শো-তে কর্ণ জোহর। ছবি: কর্ণের টুইটার পেজের সৌজন্যে।

কফি কুইজের ফ্যানদের জন্য কর্ণ জোহর একটি দারুণ সংবাদ দিয়েছেন। অন্তত ‘কফি উইথ কর্ণ’র ফ্যানেরা কিন্তু এই খবরে বড্ড খুশি।

Advertisement

‘কফি উইথ কর্ণ’। টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় টক শো। বলিউড পরিচালক কর্ণ জোহরের সঞ্চালনা এবং ‘র‌্যাপিড ফায়ার’ পর্বে প্রশ্নের কারসাজিতে প্রথম থেকেই এই শো দর্শকদের মন জয় করেছে। কর্ণের ইঙ্গিত এই শো-এর নতুন সিজন শুরু হতে চলেছে।

আরও পড়ুন, রবিনার সেলফিতে এক ফ্রেমে ‘বাহুবলী’ ‘দেবসেনা’ ও ‘বল্লালদেব’!

Advertisement

আরও পড়ুন, কেবিসি ৯-এর মঞ্চে বিগ বি’র বার্থ ডে সেলিব্রেশন?

আসল ঘটনাটা কী?

পয়লা অক্টোবর, জাতীয় কফি দিবসে কর্ণ জোহর একটি টুইট করেছেন। লিখেছেন, ‘বানানটা বদলে দিয়েছি…কিন্তু ভালবাসা একই রয়েছে…সিজন সিক্স চাই কারও?’

? 😉😉😉😉😉😉

ইতিমধ্যে এই শো পাঁচটি সিজন শেষ করেছে। সূত্রের খবর, প্রতিটি সিজনেরই অন্তত আশি শতাংশ এপিসোডের টিআরপি ছিল নজরকাড়া। আসলে, শুধু মনোরম আনন্দই নয়, বলিউড ইন্ডাস্ট্রির নানা গসিপ, নানা বিতর্কের সূত্রপাতও তো এই শো-এর ধোঁয়া ওঠা কফির কাপেই। বলিউড সেলেবদের ব্যক্তিগত জীবনের ‘রসালো গল্প’ জানতে ‘কফি উইথ কর্ণ’র জুড়ি মেলা ভার। সেই শো-এরই নাকি নতুন সিজন, মানে ষষ্ঠ সিজন শুরু হবে!

গত ৯ নভেম্বর শেষ হয়েছে ‘কফি উইথ কর্ণ’র পঞ্চম সিজন। ওই সিজনে অতিথি সেলিব্রিটিদের তালিকায় ছিলেন, শাহরুখ, সলমন, আমির থেকে করিনা, ক্যাটরিনা, আলিয়া এবং অবশ্যই কঙ্গনা। ষোড়শ এপিসোডে কঙ্গনা রানাউত কর্ণকে ‘বলিউডে স্বজনপোষণের ধ্বজাধারী’ বলেছিলেন। যে বিতর্ক আজও চলছে। সেই শো-এর আবার নতুন পর্ব?

কর্ণের টুইটে নির্দিষ্ট করে তারিখ জানা না গেলেও এটুকু অন্তত ইঙ্গিত মিলেছে যে শীঘ্রই ‘কফি উইথ কর্ণ’র নতুন সিজন দেখতে পাবেন দর্শকরা। নতুন পর্ব দেখতে চেয়ে কর্ণের টুইটের উত্তরও দিয়েছেন নেটিজেনরা। ☕️ 😉😉😉 ! 😍😍😍😍 (__) 😉😉😉😉 (__) 🔥 🙌 😉

কর্ণের টুইটে নির্দিষ্ট করে তারিখ জানা না গেলেও এটুকু অন্তত ইঙ্গিত মিলেছে যে শীঘ্রই ‘কফি উইথ কর্ণ’র নতুন সিজন দেখতে পাবেন দর্শকরা। নতুন পর্ব দেখতে চেয়ে কর্ণের টুইটের উত্তরও দিয়েছেন নেটিজেনরা। ☕️ 😉😉😉 ! 😍😍😍😍 (__) 😉😉😉😉 (__) 🔥 🙌 😉

কর্ণের টুইটে নির্দিষ্ট করে তারিখ জানা না গেলেও এটুকু অন্তত ইঙ্গিত মিলেছে যে শীঘ্রই ‘কফি উইথ কর্ণ’র নতুন সিজন দেখতে পাবেন দর্শকরা। নতুন পর্ব দেখতে চেয়ে কর্ণের টুইটের উত্তরও দিয়েছেন নেটিজেনরা। ☕️ 😉😉😉 ! 😍😍😍😍 (__) 😉😉😉😉 (__) 🔥 🙌 😉

কর্ণের টুইটে নির্দিষ্ট করে তারিখ জানা না গেলেও এটুকু অন্তত ইঙ্গিত মিলেছে যে শীঘ্রই ‘কফি উইথ কর্ণ’র নতুন সিজন দেখতে পাবেন দর্শকরা। নতুন পর্ব দেখতে চেয়ে কর্ণের টুইটের উত্তরও দিয়েছেন নেটিজেনরা। ☕️ 😉😉😉 ! 😍😍😍😍 (__) 😉😉😉😉 (__) 🔥 🙌 😉

অনেকেই আবার মসকরা করেছেন, এ বার প্রথম এপিসোডেই নাকি বলিউডের ‘কুইন’কে অতিথি করবেন কর্ণ!

অল দ্য বেস্ট কর্ণ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement