Entertainment News

যমজ সন্তানের বাবা হলেন কর্ণ জোহর

যমজ পুত্র ও কন্যা সন্তানের বাবা হলেন পরিচালক কর্ণ জোহর। না! বিয়ে করেননি তিনি। কিন্তু সরোগেসির মাধ্যমে রুহি ও যশের বাবা হলেন। কর্ণের কথায়, ‘‘আমার জীবনের দুটি সবচেয়ে সুন্দর উপকরণ।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ১২:৩৭
Share:

যমজ পুত্র ও কন্যা সন্তানের বাবা হলেন পরিচালক কর্ণ জোহর। না! বিয়ে করেননি তিনি। কিন্তু সরোগেসির মাধ্যমে রুহি ও যশের বাবা হলেন। কর্ণের কথায়, ‘‘আমার জীবনের দুটি সবচেয়ে সুন্দর উপকরণ।’’

Advertisement

সূত্রের খবর, গতমাসে মুম্বইয়ের মাসরানি হাসপাতালে রুহি ও যশের জন্ম হয়েছে। এই হাসপাতালেই বছর তিনেক আগে সরোগেট মায়ের মাধ্যমে জন্ম হয় শাহরুখ খানের ছোট ছেলে আব্রামেরও। কর্ণ জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর মানসিক ও শারীরিক প্রস্তুতি তো ছিলই। সঙ্গে গোটা বিষয়টি যুক্তি দিয়েও ভেবেছিলেন। তাঁর মা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনিই আপাতত সন্তানদের দেখভাল করবেন। এ ছাড়া কর্ণের বন্ধুরাই হবে শিশুদের আসল পরিবার। তাঁর কথায়, ‘‘সিদ্ধান্তটা খুব আবেগপ্রবণ। কিন্তু শুধুমাত্র আবেগের বশে এই সিদ্ধান্ত নেওয়া নয়। বরং যখন বুঝতে পারলাম অভিভাবক হিসেবে সব দায়িত্ব, কর্তব্য পালন করতে পারব তখনই এই সিদ্ধান্ত নিলাম।’’

আরও পড়ুন, গোপনে রুক্মিণীর ভিডিও তুললেন রাজ!

Advertisement

কর্ণ ধন্যবাদ জানিয়েছেন চিকিত্সক যতীন শাহকে। যিনি গোটা বিষয়টিতে পরিচালককে সাপোর্ট করেছেন গাইড করেছেন। এ ছাড়া সরোগেট মাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে কর্ণ বলেছেন ‘‘সরোগেট মায়ের কাছে আমি কৃতজ্ঞ। উনি আমার স্বপ্ন পূরণ করেছেন।’’ কর্ণের এই সিদ্ধান্তে তাঁর পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সেলেবরা।

কর্ণ ধন্যবাদ জানিয়েছেন চিকিত্সক যতীন শাহকে। যিনি গোটা বিষয়টিতে পরিচালককে সাপোর্ট করেছেন গাইড করেছেন। এ ছাড়া সরোগেট মাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে কর্ণ বলেছেন ‘‘সরোগেট মায়ের কাছে আমি কৃতজ্ঞ। উনি আমার স্বপ্ন পূরণ করেছেন।’’ কর্ণের এই সিদ্ধান্তে তাঁর পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সেলেবরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন