Entertainment News

অমিতাভের সম্পর্কে এই ভুল তথ্য জানতেন কর্ণ!

টুইট করে ভুল শুধরে নেন কর্ণ। তিনি বলেন, ‘হ্যাঁ, অমিত আঙ্কেল! ভুলের জন্য আমি ক্ষমা চাইছি…।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১৫:০৮
Share:

অমিতাভ বচ্চন এবং কর্ণ জোহর।

অমিতাভ বচ্চনের সম্পর্কে এতদিন নাকি একটি ভুল তথ্য জানতেন পরিচালক কর্ণ জোহর। সেই তথ্যের কথা প্রকাশ্যে বলতেই সোশ্যাল মিডিয়ায় কর্ণের ভুল ধরিয়ে দিলেন অমিতাভ স্বয়ং। বিষয়টি ঠিক কী?

Advertisement

সম্প্রতি এক টেলিভিশন শো-এর প্রোমো সম্প্রচারিত হয়েছে। সেখানে কর্ণ বলেছেন, ‘‘আমার বাবা অভিনেতা, পরিচালক, প্রযোজক, ডিস্ট্রিবিউটর— সকলের সঙ্গেই পঞ্জাবিতে কথা বলতেন। প্রত্যেক দিন সকালে উঠেই জোরে জোরে প়ঞ্জাবি শুনতাম। ফলে ভাবতাম ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোকই পঞ্জাবি। এমনকি অমিতাভ বচ্চন পঞ্জাবি না হয়েও খুব সহজ ভাবেই ভাষাটা বলতেন। আসলে রোমে থাকলে তো রোমানদের মতোই আচরণ করতে হবে।’ কর্ণের বাবা যশ জোহরের এ হেন আচরণের ফলে ছোট থেকেই তাঁর নাকি এই অদ্ভুত ধারণা তৈরি হয়েছিল।

এই প্রোমো প্রচারিত হতেই সোশ্যাল মিডিয়ায় কর্ণের ভুল শুধরে দেন অমিতাভ। তিনি লেখেন ‘না কর্ণ… আমি পঞ্জাবি বলি করাণ আমার মা শি‌খ ছিলেন। সে কারণেই আমি অর্ধেক শিখ। তাই পঞ্জাবিতে কথা বলি…!!!’ ; !!!!

Advertisement

এই প্রোমো প্রচারিত হতেই সোশ্যাল মিডিয়ায় কর্ণের ভুল শুধরে দেন অমিতাভ। তিনি লেখেন ‘না কর্ণ… আমি পঞ্জাবি বলি করাণ আমার মা শি‌খ ছিলেন। সে কারণেই আমি অর্ধেক শিখ। তাই পঞ্জাবিতে কথা বলি…!!!’

আরও পড়ুন, বলিউডের নতুন একটি ক্লাবে ঢুকছেন ঐশ্বর্যা?

এর পরই টুইট করে ভুল শুধরে নেন কর্ণ। তিনি বলেন ‘হ্যাঁ অমিত আঙ্কেল! ভুলের জন্য আমি ক্ষমা চাইছি…।’ !

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement