Aryan Khan

শাহরুখ ও আরিয়ানের মধ্যে একটি বড় মিল ও একটি অমিল রয়েছে! প্রকাশ্যে আনলেন কর্ণ

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজ়ে কাজ করতে গিয়ে শাহরুখ ও আরিয়ানের একটি বড় মিল আর একটি অমিল খুঁজে পেয়েছেন কর্ণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ২০:১৮
Share:

বাবা-ছেলের মিল কোথায়? ছবি: সংগৃহীত।

প্রথম কাজেই প্রশংসা পাচ্ছেন আরিয়ান খান। তাঁর পরিচালিত ‘দ্য ব্যাড্‌স অফ বলিউ়়ড’ এই মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে। এই সিরিজ়ে অভিনয় করেছেন কর্ণ জোহর। তিনি নিজের চরিত্রেই অভিনয় করেছেন। অর্থাৎ তাঁকে বলিউডের প্রযোজক-পরিচালক রূপেই দেখা গিয়েছে। সিরিজ়ে কাজ করতে গিয়ে শাহরুখ ও আরিয়ানের একটি বড় মিল এবং একটি অমিল খুঁজে পেয়েছেন কর্ণ।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্ণ বলেন, “ওঁরা দু’জনেই (শাহরুখ ও আরিয়ান) পাগলের মতো এবং খুব নিষ্ঠার সঙ্গে একটি দৃশ্য নিয়ে পড়ে থাকতে পারেন। যতক্ষণ না মনের মতো দৃশ্যটি হচ্ছে, ততক্ষণ ওঁরা হাল ছাড়েন না।” আর বাবা-পুত্রের মধ্যে অমিলটি কী? প্রশ্নের উত্তরে কর্ণ জানান, সত্যিই বাবা ও ছেলের মধ্যে মাত্র একটি অমিল— শাহরুখ ক্যামেরার সামনে কাজ করেন। আরিয়ান তা করেন না।

শাহরুখের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব কর্ণের। পরিচালক জানান, কোনও ছবির চুক্তিতে সই করার আগে শাহরুখ কখনওই টাকাপয়সা নিয়ে আলোচনা করেন না। কর্ণ বলেন, “শাহরুখ খান আমার বন্ধু, আমার শিক্ষক, ভাই এবং সব কিছু। একমাত্র ও-ই আমার সঙ্গে কখনও টাকাপয়সা নিয়ে আলোচনা করেনি।”

Advertisement

চিত্রনাট্য তৈরি হলে সোজা শাহরুখকে পাঠিয়ে দেন কর্ণ। সেই সঙ্গে শুটিং-এর তারিখ জানিয়ে দেন। শাহরুখ যা পারিশ্রমিক চাইবে, সেটাই অন্তিম— এও জানিয়ে দেন। তার পরে আর কোনও আর্থিক আলোচনা হয় না। সোজা চুক্তিপত্রের সই করে দেন বলি তারকা। কর্ণের কথায়, “শাহরুখ আমার পরিবার। ও ছাড়া বাকি সব অভিনেতাই খুব পেশাদার ব্যবহার করেছেন।”

উল্লেখ্য, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ কর্ণ ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিংহ, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিংহ, মনোজ পাহওয়া, সাহের বম্বা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement