Koffee with Karan

কী কী থাকে কর্ণের কফি হ্যাম্পারে?

‘কফি উইথ কর্ণ’ মানেই মন খুলে কথা, হাসি, ঠাট্টা, এক রাশ গ্ল্যামার। সিলভার স্ক্রিনের তারকাদের সোফায় বসে হাড্ডাহাড্ডি লড়াই করে করণের কফি হ্যাম্পার ছিনিয়ে নেওয়া দেখতে কে না উপভোগ করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৭:৫২
Share:

‘কফি উইথ কর্ণ’ মানেই মন খুলে কথা, হাসি, ঠাট্টা, এক রাশ গ্ল্যামার। সিলভার স্ক্রিনের তারকাদের সোফায় বসে হাড্ডাহাড্ডি লড়াই করে করণের কফি হ্যাম্পার ছিনিয়ে নেওয়া দেখতে কে না উপভোগ করে। আর তাই ১৩ বছর পর পঞ্চম সিজনে এসেও একই রকম জনপ্রিয় ‘কফি উইথ কর্ণ’। টিআরপি বরাবরই ঊর্দ্ধমুখী। তবে ৫ সিজন পেরিয়েও রহস্যটা কিন্তু রয়েই গিয়েছে। কী থাকে কর্ণের কফি হ্যাম্পারে? সিজনের পর সিজন পেরিয়ে ক্রমশই বড় আর ভারী হয়েছে হ্যাম্পার। পাল্টেছে ভোল। অথচ এক বারের জন্যও কর্ণ জানাননি কী রয়েছে সেই ঝুলিতে।

Advertisement

অবশেষে জানালেন করণ কী রয়েছে তাঁর হ্যাম্পারে। বরং বলা ভাল কী নেই সেই হ্যাম্পারে! দেখে নিন-

আরও পড়ুন: সুনীলের সঙ্গে ঝগড়া? দু’রকম বয়ান দিলেন কপিল

Advertisement

১। ব্রাউনি

২। হেলথ বারযুক্ত কফি মাগ

৩। লেভিটেটিং অরবিটাল স্পিকার

৪। পারসোনালাইজড রোস্টেড কফি

৫। কফি ফ্রেঞ্চ

৬। নরডিক ক্যান্ডি

৭। ক্লিনজিং পেস্ট

৮। ৫ লক্ষ টাকার ভাউচার

৯। হেলথ জার

১০। চকোলেট

১১। শ্যাম্পেন

১২। কুকিজ

১৩। চিজ প্ল্যাটার




আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement