করিনার প্রেগন্যান্সির খবর কনফার্ম করলেন সইফ

কনফার্ম। মা হতে চলেছেন করিনা কপূর খান। আর এই খবর কনফার্ম করেছেন সইফ আলি খান স্বয়ং। আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তানকে এক্সপেক্ট করছেন খান দম্পতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ১৪:৪৫
Share:

কনফার্ম।

Advertisement

মা হতে চলেছেন করিনা কপূর খান। আর এই খবর কনফার্ম করেছেন সইফ আলি খান স্বয়ং। আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তানকে এক্সপেক্ট করছেন খান দম্পতি। আপাতত ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং করছেন বেবো। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই যাবতীয় পেন্ডিং কাজ সেরে ফেলতে চান তিনি। ছবির কাজ দ্রুত শেষ করেই নাকি দীর্ঘ ছুটিতে যাবেন নায়িকা।

মুম্বইয়ের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে সইফ বলেছেন, ‘‘আমাদের সব শুভাকাঙ্খীদের ধন্যবাদ তাঁদের শুভ কামনা ও আশীর্বাদের জন্য। তারা আমাদের সমর্থন করেছেন এবং সুখবরটা শোনার জন্য ধৈর্য ধরেছেন।’’

Advertisement

এই খবরে গোটা বলিউড শুভেচ্ছা জানাচ্ছে সইফ-করিনাকে। খানদানও নতুন সদস্যের জন্য দিন গুণতে শুরু করেছে।

আরও পড়ুন, আগামী সেপ্টেম্বরের পরে বড় ব্রেক নেবেন করিনা, তবে কি…?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement