Kareena Kapoor Khan

খোলাখুলি শয্যাদৃশ্যে আপত্তি! করিনা মনে করিয়ে দিলেন ভারতীয় সমাজের কোন দিক?

প্রাক্তনের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন করিনা। সেই ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। এ বার পর্দায় সঙ্গম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৭:৩৯
Share:

খোলামেলা দৃশ্যে কেন আপত্তি করিনার? ছবি: সংগৃহীত।

ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৫ বছর কাটিয়ে দিয়েছেন করিনা কপূর। দীর্ঘ পথ পেরিয়ে নিজের মজবুত জায়গা তৈরি করেছেন। যদিও দিন কয়েক আগে ঝড় বয়ে গিয়েছে করিনার জীবনে। স্বামী সইফ আলি খান ছুরিকাহত হন নিজের বাড়িতেই। এই নিয়ে প্রায় হইহই কাণ্ড মায়ানগরীতে। তার পর পরই প্রাক্তন শাহিদ কপূরের সঙ্গে করিনাকে দেখা গেল। প্রাক্তনের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন করিনা। সেই ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। এ বার পর্দায় সঙ্গম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

এতগুলি বছরে কখনও আধুনিকা নারী কখনও আবার গণিকা— নানা রূপে দেখা গিয়েছে করিনাকে। চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছে, কিন্তু তার বেশি কিছুতে প্রবল আপত্তি রয়েছে অভিনেত্রীর। করিনার কথায়, ‘‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌনতার প্রয়োজন নেই। এটা এমন কিছু নয়, যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে, বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এমন কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনও এটা করিনি। আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসাবে দেখি না।’’

আসলে করিনা মনে করেন ভারতীয় সমাজ এখনও এতটা এগিয়ে যায়নি যে, পর্দায় নায়ক-নায়িকাকে এতটা ঘনিষ্ঠ ভাবে দেখবে। যদিও হলিউডে এই নিয়ে তেমন ছুতমার্গ নেই। সম্প্রতি একটি পাশ্চাত্যের খ্যাতনামী পত্রিকার সঙ্গে কথোপথনে করিনা বলেন, ‘‘আপনারা এই বিষয়টাকে যতটা মুক্ত মনে খোলামেলা ভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনও ও ভাবে গল্প বলতে পারি না। আপনাদের ওখানে সবটাই খুব খোলামেলা, তাই খুব সহজেই আপনারা একটা মেয়ের ইচ্ছে, কামনাকে খোলামেলা ভাবে দেখাতে পারেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement