বেবোর কথায় বোবা

বাচ্চা সামলাচ্ছেন। ওজন ঝরাচ্ছেন। নতুন ছবির জন্য তোড়জোড়ও চলছে। তার মধ্যেই ছোট্ট তৈমুরের কীর্তিকলাপ থেকে নিজের জীবনে প্রথম ‘ক্রাশ’ নিয়ে খোলাখুলি কথা বললেন করিনা! এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন। প্রশ্ন ছিল, তাঁর কাছে দুনিয়ার সবচেয়ে মজার ঘটনা কোনটি?

Advertisement
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০১:৪৬
Share:

বাচ্চা সামলাচ্ছেন। ওজন ঝরাচ্ছেন। নতুন ছবির জন্য তোড়জোড়ও চলছে। তার মধ্যেই ছোট্ট তৈমুরের কীর্তিকলাপ থেকে নিজের জীবনে প্রথম ‘ক্রাশ’ নিয়ে খোলাখুলি কথা বললেন করিনা! এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন। প্রশ্ন ছিল, তাঁর কাছে দুনিয়ার সবচেয়ে মজার ঘটনা কোনটি? উত্তরে করিনা ধাঁ করে তুলে ফেললেন তৈমুর-প্রসঙ্গ। ‘‘দু’মাস তো বয়স। ও যখন তখন শুধুই হাসে। আর তখন মনে হয়, পৃথিবীর সবচেয়ে মজা আর মিষ্টি দৃশ্য এছাড়া কিছুই হয় না,’’ বলে দিলেন মা করিনা। দ্বিতীয় প্রশ্নটি ছোট্ট বাউন্সার। জীবনে প্রথম ‘ক্রাশ’? তাতে কিন্তু ‘ডাক’ করলেন না করিনা। বরং পাকা ‘হুকার’-এর মতো ‘ব্যাট’ চালালেন। ‘‘আমার প্রথম ক্রাশ ‘আশিকী’র রাহুল রায়।’’ তখন বেবোর কথায় বোবা আশপাশ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement