কর্ণের ছবিতে করিনা

পরপর কাজের প্রস্তাব পাচ্ছেন করিনা কপূর। বোঝা যাচ্ছে, মাতৃত্ব তাঁর কেরিয়ারে বাধা হতে পারেনি। তৈমুরের জন্মের সময় বিরতি নিয়েছিলেন। এখন ফের ময়দানে নেমে পড়েছেন। শোনা যাচ্ছে, কর্ণ জোহরের আগামী ছবিতে করিনা কাজ করতে পারেন।

Advertisement
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০০:৪৫
Share:

করিনার ছবি ইনস্টাগ্রাম থেকে

পরপর কাজের প্রস্তাব পাচ্ছেন করিনা কপূর। বোঝা যাচ্ছে, মাতৃত্ব তাঁর কেরিয়ারে বাধা হতে পারেনি। তৈমুরের জন্মের সময় বিরতি নিয়েছিলেন। এখন ফের ময়দানে নেমে পড়েছেন। শোনা যাচ্ছে, কর্ণ জোহরের আগামী ছবিতে করিনা কাজ করতে পারেন। এর আগে ‘উই আর ফ্যামিলি’র পর কর্ণের সঙ্গে কাজ করেননি করিনা। তবে দু’জনের বন্ধুত্ব অটুট। কর্ণ নিজেই বলে থাকেন, গসিপ করার ইচ্ছে হলে তিনি নাকি বেবোকেই ফোন করেন। ইন্ডাস্ট্রির সকলের হাঁড়ির খবর থাকে করিনার কাছে। তবে এই ছবিটি নাকি কর্ণ পরিচালনা করবেন না। একটি রম-কমের জন্য করিনাকে চাইছেন কর্ণ। করিনা আপাতত ‘ভিরে িদ ওয়েডিং’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। তৈমুর হওয়ার পর এটাই প্রথম ছবি যেটায় কাজ করছেন করিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement