Entertainment News

মেহবুব স্টুডিওতে সন্তান হবে করিনার?

২০১৬ করিনার জন্য দারুণ একটা বছর। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো। কিন্তু এখনও তিনি শুটিং ফ্লোরে। একটি ম্যাগাজিনের জন্য শুটিং করতে করতে বললেন, ‘‘আমার প্রেগন্যান্সির জার্নিটা খুব মজার। শুটিং করছি, ডিনারে যাচ্ছি— মানে সব দিক থেকে নর্মাল লাইফ। এখন তো খুব গ্ল্যামারাস হয়ে গিয়েছি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ১১:৪৬
Share:

২০১৬ করিনার জন্য দারুণ একটা বছর। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন বেবো। কিন্তু এখনও তিনি শুটিং ফ্লোরে। একটি ম্যাগাজিনের জন্য শুটিং করতে করতে বললেন, ‘‘আমার প্রেগন্যান্সির জার্নিটা খুব মজার। শুটিং করছি, ডিনারে যাচ্ছি— মানে সব দিক থেকে নর্মাল লাইফ। এখন তো খুব গ্ল্যামারাস হয়ে গিয়েছি। সইফও বলেছে, আমাকে এত সুন্দর আগে কখনও লাগত না। আর সব স্ত্রী-তো স্বামীর কাছ থেকে এমন কমপ্লিমেন্ট শুনতে চায়। তাই না?’’

Advertisement

মাস কয়েক আগেই শোনা গিয়েছিল লন্ডন থেকে নাকি গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করিয়েছেন সইফ-করিনা। প্রশ্ন শুনেই বেগম সাহেবার জবাব, ‘‘আমরা নিজেদের মধ্যেও কখনও এটা নিয়ে আলোচনা করিনি। আমাদের প্রথম সন্তান। ভগবান যেটা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন আমরা সেটাই চাই। আর সইফ খুব সারপ্রাইজ ভালবাসে। সুতরাং ছেলে না মেয়ে হবে এটা না জানার উত্তেজনা সইফ এনজয় করছে।’’

কিন্তু এত অ্যাডভান্স স্টেজেও শুটিং করছেন, সেটা তাঁর শরীরের পক্ষে কতটা ঠিক? করিনা হেসে বললেন, ‘‘সইফ তো প্রায়ই বলে মেহবুব স্টুডিওতে আমাদের সন্তান হবে। আর শুটিং করতে করতেই হাসপাতালে গেলে আমি নিজেও অবাক হব না। আসলে প্রেগন্যান্সি পিরিয়ডে আমি নিজেকে ব্যস্ত রেখেছি। আশা করছি বেবি হওয়ার এক মাসের মধ্যেই আবার ফ্লোরে ফিরতে পারব।’’

Advertisement

ছবি: টুইটারের সৌজন্যে।

আরও পড়ুন, প্রেগন্যান্ট করিনা কীসের ভয় পাচ্ছেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement