Entertainment News

তৈমুরের জন্য আমার ওপর রেগে যায় সইফ, বলছেন করিনা

সদ্য এক সাক্ষাত্কারে করিনা জানিয়েছেন, তৈমুরের জন্যই তাঁর ওপর রেগে যান সইফ। তৈমুরকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন করিনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১২:৩০
Share:

সন্তানকে নিয়ে বাবা-মায়ের সমস্যা?

তৈমুর আলি খানকে নিয়ে অশান্তি! ঠিকই পড়ছেন। অশান্তি সইফ আলি খান এবং করিনা কপূরের মধ্যে! আর এই তথ্য ফাঁস করেছেন খোদ করিনা!

Advertisement

সদ্য এক সাক্ষাত্কারে করিনা জানিয়েছেন, তৈমুরের জন্যই তাঁর ওপর রেগে যান সইফ। তৈমুরকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন করিনা। ছেলের স্নান, খাওয়া, স্কুল— এ সব কিছু নিয়ে চিন্তা করতে থাকেন তিনি। আর তাতেই রেগে যান সইফ।

করিনার কথায়, ‘‘সইফ আমাকে বলে, সারাক্ষণ তৈমুরকে নিয়ে চিন্তা করছ। ওকে অ্যাটেনশন দিচ্ছ। প্রতিদিন একই ঘটনা ঘটছে। সব সময় পৃথিবীর সব অ্যাটেনশন ওকে দিতে হবে, এটা ঠিক নয়।’’

Advertisement

আরও পড়ুন, এক পার্টিতে সলমন-ঐশ্বর্যা! তার পর...

একটি রেডিও সাক্ষাত্কারে হাজির ছিলেন সোহাও। তিনি জানিয়েছেন, তাঁদের বাবা মনসুর আলি খান পটৌডী কোনওদিন সন্তানদের সঙ্গে জোর গলায় কথা বলেনি। কোনটা ঠিক, কোনটা ভুল সেটা আলাদা করে বলে দেননি। তাঁর ব্যবহারেই স্পষ্ট হয়ে যেত। তবে করিনার মতোই নিজের মেয়ে ইনায়ার ক্ষেত্রেও সব সময় অ্যাটেনশন দেন সোহা। সেটা পছন্দ করেন না তাঁর স্বামী কুণালও।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement