Sanjay Kapoor Death Cause

পোলো খেলছিলেন, একটা মৌমাছি প্রাণ কেড়ে নিল করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের, কী ভাবে?

৭ ঘণ্টা আগে অহমদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছিলেন তিনি। আচমকা কী ভাবে মারা গেলেন করিশ্মার স্বামী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১১:১২
Share:

সঞ্জয়ের মৃত্যুর আসল কারণ এল প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার সকালেও টের পাননি যে তাঁর শিয়রে মৃত্যু এসেছে। এই দিন বেলায় লন্ডনের এক ক্লাবে পোলো খেলতে যান করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কপূর। সেখানেই পোলো খেলতে গিয়ে ঘটে বিপত্তি, এমন ভয় পেয়ে যান যে হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর।

Advertisement

দিব্যি পোলো খেলছিলেন। হঠাৎ একটা মৌমাছি গলায় ঢুকে যায় সঞ্জয়ের। চেষ্টা করে সেটা বার করতে না পারায় ঘাবড়ে যান, বিচলিত হয়ে যান।মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসা করার কোনও সুযোগ দেননি সঞ্জয়। ৭ ঘণ্টা আগে অহমদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছিলেন তিনি। সমবেদনা জানিয়েছিলেন সেই সব পরিবারকে। তার কিছু ক্ষণ বাদে এই খবর। প্রায় ১১ বছর হল করিশ্মার সঙ্গে আইনি বিচ্ছেদ হয় তাঁর। ২০১৬ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি।

বৃহস্পতিবার রাত থেকেই করিশ্মার বাড়ির সামনে ছবিশিকারিদের ভিড়। কাঁদো কাঁদো মুখে গাড়ি থেকে নেমে সোজা ঢুকে গেলেন করিনা কপূর। থমথমে মুখ নিয়ে করিশ্মার বাড়িতে ঢোকেন মালাইকা আরোরা, সইফ আলি খানেরা।তারকাদের ভিড় সামলাতে এ দিন রাত থেকেই করিশ্মার বাড়ির সামনে পুলিশি প্রহরা। অবাঞ্ছিত ঘটনা রুখতে বেশ কিছু পুলিশকর্মীকে এ দিন রাতে পাহারা দিতে দেখা যায়। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেননি করিশ্মা, এমনকি কোনও বিবৃতিও দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement