Entertainment News

সলমনের সঙ্গে আমি বেশি ক্লোজ, বললেন করিশ্মা

সম্প্রতি করিশ্মা বলেন, “সলমনের সঙ্গে করিনার তুলনায় আমি বেশি ক্লোজ। ওর সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক আমার। আর করিনা তো ওর কাছে ছোট বোনের মতো। এখনও সলমন ওকে ছোট হিসেবেই ট্রিট করে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৮ ১৩:৪৩
Share:

সেই জুটি।

সলমন খান এবং করিশ্মা কপূর। ন’য়ের দশকের চেনা অনস্ক্রিন জুটি। ব্যক্তিগত জীবনেও তাঁরা বন্ধু। করিশ্মার বোন করিনার সঙ্গেও ভাইজানের ব্যক্তিগত কেমিস্ট্রি ভালই। তবে সম্প্রতি করিশ্মা দাবি করলেন, করিনা নন, তাঁর সঙ্গেই নাকি সল্লু মিঞার বন্ধুত্ব বেশি ভাল।

Advertisement

সম্প্রতি করিশ্মা বলেন, “সলমনের সঙ্গে করিনার তুলনায় আমি বেশি ক্লোজ। ওর সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক আমার। আর করিনা তো ওর কাছে ছোট বোনের মতো। এখনও সলমন ওকে ছোট হিসেবেই ট্রিট করে।’’

‘আন্দাজ আপনা আপনা’, ‘বিবি নম্বর ১’, ‘জুড়ওয়া’-র মতো ছবিতে এক সঙ্গে অভিনয় করেছেন সলমন এবং করিশ্মা। সে সময় সেটে করিশ্মার সঙ্গে অনেক সময় করিনাও যেতেন। পরে করিনার সঙ্গে ‘বডিগার্ড’ ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন সলমন।

Advertisement

আরও পড়ুন, মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হয়েছিলাম, বিস্ফোরক কাশ্মীরা

কপূর বোনেদের সঙ্গে সলমনের দীর্ঘদিনের বন্ধুত্ব এ কথা ঠিক। কিন্তু বেবোর তুলনায় লোলোই নাকি তাঁর বেশি কাছের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement