Sunjay Kapur Death

ফের মুখচোখে শোকের বর্ম! সাদা পোশাকে সেজে প্রয়াত সঞ্জয়ের বাড়িতে করিশ্মা! এ বার কী কারণ?

রবিবার অভিনেত্রীর প্রাক্তন স্বামীর শ্রাদ্ধানুষ্ঠান ছিল। ছেলেমেয়েকে নিয়ে উড়ে গেলেন করিশ্মা। আর কেউ গিয়েছিল তাঁর সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:০০
Share:

সঞ্জয় কপূরের শোকে মুহ্যমান করিশ্মা কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

সাদা পোশাকের পরতে পরতে শোকের ছায়া। মুখচোখ এখনও টান ধরা! প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের আকস্মিক মৃত্যু করিশ্মা কপূরকেও ছুঁয়ে গিয়েছে গভীর ভাবে। এক দিকে আদর্শ মায়ের মতোই সামলাচ্ছেন সদ্য পিতৃহারা দুই সন্তানকে। অন্য দিকে, শোকের আবহে তিনি যেন আরও সংযত। রবিবার দিল্লির বাসভবনে সদ্যপ্রয়াত শিল্পপতির শ্রাদ্ধানুষ্ঠান ছিল। এ দিন সকাল সকাল ছেলেমেয়েকে নিয়ে রাজধানী উড়ে যেতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

প্রাক্তন স্বামীর শেষকৃত্য থেকে ফেরার পর সাময়িক বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। দিল্লি থেকে মুম্বইয়ে নিজেদের বাড়িতে ফেরার পরেই তাঁর হাসিমুখের ছবি ভাইরাল, যা দেখে দ্রুত ছড়িয়ে পড়ে সমালোচনা। প্রশ্ন ওঠে, করিশ্মার শোক কি আদতে লোকদেখানো?

সাদা পোশাক শোকেও শান্তি দেয়। তাই সাদা পোশাকেই সেজেছিলেন তিন জন। এ দিনেও তাঁর সঙ্গী সইফ আলি খান-করিনা কপূর। তাঁরাও ছিমছাম সাদা পোশাকে। আগের দিন বাবাকে শেষযাত্রায় রওনা করিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছিল কিয়ান। শোকাহত মেয়ে সামাইরাও। এ দিনও সারা ক্ষণ করিশ্মা আগলেছিলেন ছেলেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement