Sonakshi's Ghost Story

ফাঁকা বাড়িতে আরও কেউ! দুটো শক্ত হাত বিছানায় চেপে ধরেছিল সোনাক্ষীকে, সেই রাতে কী ঘটেছিল?

সারারাত এক ভাবে শুয়েছিলেন অভিনেত্রী। পরের দিন ভোর হতেই এক ছুটে ঘরের বাইরে! তবু কি নিস্তার পেয়েছিলেন সোনাক্ষী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৪:৫৯
Share:

ভূতের খপ্পরে সোনাক্ষী সিংহ? ছবি: সংগৃহীত।

সোনাক্ষী সিংহ ভূতের ভয়ে কাঁপছেন! এমনও ঘটতে পারে? বর্ষার গা ছমছমে পরিবেশে তেমনই এক গল্প ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায় আভাস, সম্ভবত ভূতের ভয়ে নায়িকা তাঁর সাধের বিলাসবহুল বাড়িটিই নাকি বেচে দিয়েছেন!

Advertisement

এই ঘটনার আগে সোনাক্ষী ভূতে ভয় পাওয়া দূরের কথা, বিশ্বাস পর্যন্ত করতেন না। কিন্তু একটি রাত আমূল বদলে দিয়েছে তাঁর জীবন। অভিনেত্রী শুটিং সেরে বাড়িতে ফিরেছেন। প্রচণ্ড ক্লান্ত। বালিশে মাথা ঠেকাতেই গাঢ় ঘুমে আচ্ছন্ন। মাঝরাতে ভয়ানক অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। আধো ঘুম আধো জাগরণে তিনি। সেই অবস্থাতেই বুঝতে পারছেন, শক্ত দুটো হাত বিছানার সঙ্গে চেপে ধরেছে তাঁকে! তিনি নড়তে চড়তে পারছেন না। এ দিকে দরদরিয়ে ঘামছেন। চোখ খুলে দেখার সাহসটুকু উধাও।

বহুক্ষণ পর্যন্ত সেই স্পর্শ ছেঁকে ধরেছিল তাঁকে। ওই ভাবে ‘নট নড়নচড়ন’ অবস্থায় অভিনেত্রী শুয়েছিলেন। ভোরের প্রথম আলো ঘরে ঢোকামাত্র সব অস্বস্তি দূর। চোখ কচলে উঠে বসেন দেখেন, কেউ কোত্থাও নেই। কিন্তু তখনও অনুভব করতে পারছেন সেই শক্ত হাতের ছোঁয়া। সকাল-সকাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সোনাক্ষী। সারাদিন কাটিয়েছিলেন শুটিংয়ে, অনেক লোকের সঙ্গে। ভাগ্যদোষে সে দিনও ফিরতে রাত হয়েছিল তাঁর। ভয়ে ভয়ে নিজের ঘরের দরজা খুলেই সে দিন চেঁচিয়ে উঠেছিলেন, “কেউ যদি থাকেন তা হলে চলে যান। এ ভাবে ভয় দেখাবেন না।” সারারাত তাঁর ঘরে আলো জ্বলেছিল। সোনাক্ষী সে দিন নির্বিঘ্নে ঘুমিয়েছিলেন।

Advertisement

অভিনেত্রীর এই গল্প ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যমে ভাইরাল। তাঁর গল্প কিন্তু বিশ্বাস করেছেন অনেকে। কারণ, এর পরেই তিনি তড়িঘড়ি নতুন বাড়িতে উঠে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement