করিশ্মা কপূর। (ডানদিকে) সঞ্জয় এবং প্রিয়া।
ফের পুত্র সন্তানের বাবা হলেন করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর। সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাঁরা ছেলের নাম রেখেছেন আজারিয়াস কপূর।
গত অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেন প্রিয়া। সেখানেই তাঁর বেবি বাম্প স্পষ্ট ছিল। সঞ্জয়-প্রিয়াকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
২০০৩-এ বিয়ে করেন করিশ্মা-সঞ্জয়। ১১ বছর পর ২০১৪-এ তাঁরা দাম্পত্য বিচ্ছেদের আবেদন করেন। ২০১৬-র ১৩ জুন মুম্বইয়ের পারিবারিক আদালত এই বিচ্ছেদের আবেদন মঞ্জুর করে। তাঁদের দুই সন্তান সামাইরা এবং কিয়ানের দেখভালের দায়িত্ব পান করিশ্মা। সঞ্জয়কে শুধুমাত্র ছেলে-মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আদালত।
আরও পড়ুন, আলিয়াকে একটি বিশেষ অধিকার দিলেন রণবীর! কী জানেন?
২০১৬-তেই প্রিয়াকে বিয়ে করেন সঞ্জয়। প্রিয়ারও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ব্যবসায়ী বিক্রম চটওয়ালকে বিয়ে করেছিলেন তিনি।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)