Karisma Kapoor

‘করিশ্মার ঘর ভেঙেছে প্রিয়া!’ প্রাক্তন বৌদির পক্ষ নিয়ে গোপন কথা ফাঁস করলেন সঞ্জয়ের বোন

করিশ্মার পক্ষে সুর চড়াচ্ছেন সঞ্জয়ের বোন মন্দিরা। এ বার করিশ্মার ঘর ভাঙার জন্য প্রিয়াকেই দায়ী করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৬:০২
Share:

বাঁ দিক থেকে (প্রিয়া কপূর, সঞ্জয় কপূর, করিশ্মা কপূর)। ছবি: সংগৃহীত।

সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে অশান্তি চলছে করিশ্মা কপূরের প্রাক্তন শ্বশুরবাড়িতে। সঞ্জয়ের আকস্মিক প্রয়াণের পর তাঁর বিপুল সম্পত্তির মালিক কে? চলছে দড়ি টানাটানি। সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া কপূর গোটা সম্পত্তির মালিকানা দাবি করেছেন। তার পর থেকেই করিশ্মার পক্ষে সুর চড়িয়েছেন সঞ্জয়ের বোন মন্দিরা। করিশ্মার ঘর ভাঙার জন্য দায়ী করলেন প্রিয়াকে।

Advertisement

করিশ্মার বিয়ের পর থেকেই নাকি অশান্তি শুরু হয় শ্বশুরবাড়িতে। যদিও মেয়ে সামারা হওয়ার পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়। আবার ছেলে কিয়ানের জন্ম হওয়ার সময় থেকেই অবস্থার অবনতি হতে থাকে। করিশ্মা-সঞ্জয়ের দাম্পত্যের সবচেয়ে খারাপ সময় যেন তখনই শুরু হয়। করিশ্মার প্রাক্তন ননদ মন্দিরার দাবি, ‘‘এটা ঠিক, যে করিশ্মা ও সঞ্জয়ের দাম্পত্যজীবন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেটাকে আরও খারাপ দিকে নিয়ে গিয়েছে প্রিয়া। সেই সময়ে প্রিয়া বার বার সঞ্জয়কে ফোন করত, মেসেজ করত। ও (প্রিয়া) নিজেও সেই সময় ‘সিঙ্গল মাদার’ হিসাবে সন্তান সামলাচ্ছিল। ওরও তখন সদ্য বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই সময় কী ভাবে অন্য একজন নারীর সংসার ভাঙতে পারল? আমার ওর পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন জাগে। ওর জন্য করিশ্মার ঘর ভেঙেছিল।’’ এমনকি করিশ্মার সন্তানরা বাবার সম্পত্তিতে কোনও ভাগ না পাওয়া নিয়েও তাঁর প্রাক্তন ননদ দুঃখপ্রকাশ করেছেন সম্প্রতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement