(বাঁ দিকে) মলাইকা আরোরা। (ডান দিকে) আরবাজ় খান ও সুরাহ খান। ছবি: সংগৃহীত।
মলাইকা অরোরা ও আরবাজ় খানের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় আট বছর হতে চলল। দ্বিতীয় সংসার পেতেছেন আরবাজ়। সদ্য কন্যাসন্তানের বাবা হয়েছেন। অন্য দিকে অর্জুন কপূরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক শেষে এখন একা মলাইকা। আরবাজ়ের দ্বিতীয় বার বাবার হওয়ার মুহূর্তে পাশে ছিলেন প্রথম পক্ষের ছেলে আরহান খান। এ বার প্রাক্তন স্বামীর বাবা হওয়ার খবর শুনে কী করলেন মলাইকা?
লক্ষ্মীপুজোর এক দিন আগে খান পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে। বাবা হওয়ার পর হাসিমুখে আলোকচিত্রীদের সামনে ধরা দেন আরবাজ়। খবর, একই ভাবে মলাইকার ছেলে আরহানও দু’বেলা সৎ মায়ের খোঁজখবর নিচ্ছেন। এমন সময় মলাইকা নিজের শো ‘ইন্ডিয়াস্ গট ট্যালেন্ট’-এর একটি অংশ নিজের সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানে অনুষ্ঠানের অন্যতম বিচারক নভজ্যোৎ সিংহ বলেন, ‘‘ভালবাসায় কোনও দরাদরি হয় না।’’ তাতেই মলাইকার পাল্টা মন্তব্য, ‘‘সত্যি ভালবাসার মধ্যে আর কী কী হওয়া উচিত নয়, সেগুলিও আপনাকে বলব।’’
মলাইকার এই পোস্ট দেখে ফের শুরু আলোচনা। অভিনেত্রী কি এই পোস্টের মাধ্যমে কোনও ইঙ্গিত দিতে চাইলেন? তিনি কি ভালবাসায় প্রতরণার শিকার? এমনই কোনও ইঙ্গিত দিচ্ছেন বলে মত অনুরাগীদের একাংশের। আরবাজ় যে দিন বাবা হলেন, সেই দিনেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে মলাইকাকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা।