Rashmika Mandanna-Vijay Deverakonda

রশ্মিকা অন্তরালে, কিন্তু বাগ্‌দানের খবর লুকোতে পারলেন না বিজয়! কী ভাবে ধরা পড়লেন অভিনেতা?

দিনকয়েক আগেই রশ্মিকা ও বিজয়ের বাগ্‌দানের খবর শোনা যায়। যদিও সবটাই হয়েছে চুপিসারে। এত কিছুর পরেও ধরা পড়লেন বিজয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১২:৩৩
Share:

বিজয়-রশ্মিকার বাগ্‌দানের খবরে সিলমোহর। ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। গত কয়েক বছর ধরে নাকি একসঙ্গে থাকছেনও তারকাযুগল। যদিও বিয়ের কথা উঠলেই বার বার এড়িয়ে গিয়েছেন সেই প্রসঙ্গ। দিনকয়েক আগেই তাঁদের বাগ্‌দানের খবর শোনা যায়। যদিও সবটাই হয়েছে চুপিসারে। এত রাখঢাকের পরেও ধরা পড়ে গেলেন বিজয়!

Advertisement

একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন বহু বার। কিন্তু পরস্পরের সঙ্গে কখনও কোনও ছবি ভাগ করেননি বিজয়-রশ্মিকা। যদিও অভিনেত্রী নিজের অনুভূতি আটকে রাখতে পারেন না বলেই মনে করেন তাঁর অনুরাগীরা। বিজয়ের প্রসঙ্গ উঠলেই তাঁর একগাল হাসিই যেন বুঝিয়ে দেয় সব কিছু। অন্য দিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলসা করেননি। যদিও চলতি বছরের জুন মাসে শোনা যায়, বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারকাযুগল। তবু ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতেই পছন্দ করেন। শোনা যাচ্ছে, আংটিবদল সেরেছেন। এ বার আগামী ফেব্রুয়ারিতেই চার হাত এক হবে তাঁদের।

এরই মাঝে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে সত্য সাঁই বাবার নামাঙ্কিত একটি স্কুলে যান বিজয়। সেখানেই অভিনেতার অনামিকায় জ্বলজ্বল করতে দেখা যায় হিরের আংটি। এই ছবি যেন জল্পনায় সিলমোহর দিল বলা চলে। যদিও এখনও পর্যন্ত রশ্মিকা রয়েছেন অন্তরালে। কবে অভিনেত্রী প্রকাশ্যে আসেন, সেই অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement