Entertainment News

করিশ্মা কি ফের বিয়ে করছেন? উত্তর দিলেন বাবা রণধীর

দিন কয়েক আগেই করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর বিয়ে করেছেন মডেল প্রিয়া সচদেবকে। এ বার সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মাও। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমন জল্পনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ১৫:২৬
Share:

দিন কয়েক আগেই করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর বিয়ে করেছেন মডেল প্রিয়া সচদেবকে। এ বার সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মাও। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমন জল্পনা।

Advertisement

আরও পড়ুন, ইনস্টাগ্রাম পোস্টে বিভ্রান্তি তৈরি করলেন সুনীল?

এ প্রসঙ্গে করিশ্মার বাবা রণধীর কপূর সাংবাদিকদের বলেন, ‘‘আমার মনে হয় লোলো (করিশ্মার ডাক নাম) খুব ভাল আছে। আমি যদিও বিয়ে নিয়ে ওর সঙ্গে কখনও আলোচনা করিনি। তবে ও যদি ফের বিয়ের প্ল্যান করে আমার আশীর্বাদ সব সময় পাবে। আমার মনে হয় না ও এখনই তেমন কোনও সিদ্ধান্ত নেবে। কারণ মা হিসেবে ও এখন দারুণ খুশি। তাই আমার মনে হয় ফের বিয়ে করার প্রয়োজন আছে বলে ও মনে করে না।’’

Advertisement

বাবার সঙ্গে করিশ্মা।

সূত্রের খবর, সঞ্জয়ের সঙ্গে সেপারেশনের সময় থেকেই দিল্লির ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে করিশ্মার। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু সন্দীপ বিবাহিত। আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত করিশ্মাকে বিয়ে করতে পারছিলেন না। সম্প্রতি সন্দীপের স্ত্রী আশ্রিতা বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছেন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement