Kashmera Shah

১৪ বার গর্ভপাত হয় কাশ্মীরার, কৃষ্ণা অভিষেকের সঙ্গে তাঁর যমজ সন্তানের জন্ম কোন উপায়ে?

কৃষ্ণা অভিষেকের সঙ্গে সুখী দাম্পত্য থাকলেও, কষ্ট ছিল সন্তান না থাকার। ১৪ বার গর্ভপাত হয় কাশ্মীরার। তবু যমজ সন্তানের মা হয়েছেন কাশ্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮
Share:

কাশ্মীরা শাহ এবং কৃষ্ণা অভিষেক। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে কাজ করতে এসেই অভিনেতা কৃষ্ণা অভিষেক ওরফে অভিষেক শর্মার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ইন্দো-আমেরিকান অভিনেত্রী কাশ্মীরা শাহ। তাঁদের সম্পর্ক নিয়েও বলিপাড়ায় বহু দিন চর্চা হয়েছে। কৃষ্ণাকে বিয়ে করার আগে হলিউডের এক প্রযোজককে বিয়ে করেছিলেন কাশ্মীরা। প্রায় পাঁচ বছরের দাম্পত্য ছিল তাঁদের। তবে কৃষ্ণার সঙ্গে আলাপ হওয়ার পরে তাঁর প্রেমে হাবুডুবু খান অভিনেত্রী। প্রায় ১৩ বছরের দাম্পত্যজীবন তাঁদের। সুখী দাম্পতি তাঁরা, কষ্ট ছিল সন্তান না-থাকার। ১৪ বার গর্ভপাত হয় কাশ্মীরার। তবু যমজ সন্তানের মা হয়েছেন কাশ্মীরা।

Advertisement

নব্বইয়ের দশকের শেষ সময় থেকেই বলি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করে নিয়েছিলেন কাশ্মীরা শাহ। শুধু হিন্দি ছবিতেই নয়, মরাঠি, ভোজপুরি, এমনকি তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি। কৃষ্ণার চেয়ে প্রায় দশ বছরের বড় কাশ্মীরা। দম্পতির বয়সের ব্যবধান নিয়ে একসময় বেশ চর্চা হয়। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের জন্ম দেন কাশ্মীরা। যদিও কাশ্মীরার মাতৃত্বের সফর খুব সোজা ছিল না। ১৪ বার গর্ভপাতের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। শেষমেশ সারোগেসি পদ্ধতির সাহায্যে যমজ পুত্রসন্তানের জন্ম দেন।

কাশ্মীরার কথায়, ‘‘আইভিএফের ইঞ্জেকশন কম যন্ত্রণাদায়ক নয়। এর ফলে প্রচণ্ড মানসিক সমস্যা হয়। ওজন বেড়ে যায়। এই পদ্ধতিতে মা হলে ওজন কমানো যায় না। কারণ, এটা স্বাভাবিক প্রসবপ্রক্রিয়া নয়। এই সন্তানধারণ প্রক্রিয়া মানসিক ভাবে আমার মনের উপর প্রভাব ফেলে। সেই কারণে আমি খিটখিটে হয়ে উঠি।’’ যদিও কাশ্মীরা জানান, তিনি এত প্রতিকূলতা সত্ত্বেও হাল ছাড়েননি। আইভিএফ পদ্ধতিতে ব্যর্থ হয়ে শেষমেশ সারোগেসির সাহায্যে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement