Katrina Kaif

সহ-অভিনেতার গায়ের রং নিয়ে সমস্যা! কী করেছিলেন ক্যাটরিনা কইফ?

ক্যাটরিনা কইফের অযৌক্তিক দাবিদাওয়া নিয়ে বলিপাড়ায় অনেক সময়ই বিতর্ক হয়েছে। শোনা যায়, এক বার সহ-অভিনেতার গায়ের রঙের জন্য সমস্যা তৈরি করেছিলেন নায়িকা!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৯:৪০
Share:

কী কাণ্ড করেছিলেন ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

বাড়ি হোক কিংবা কর্মক্ষেত্র— সর্বত্র প্রত্যেকের সঙ্গে যে মতের মিল হবে তেমনটা কোথাও লেখা নেই। তাই অনেক সময়েই সেটে নায়ক-নায়িকার বনিবনা না হওয়ার কথা উঠে আসে। তবে প্রকাশ্যে কেউ কখনও সহকর্মীর বিরুদ্ধে কোনও কথা বলতেই রাজি হন না। যতক্ষণ না সমস্যা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ১৬ বছর আগে এমনই এক ঘটনা ঘটেছিল। অভিনেত্রী ক্যাটরিনা কইফ যে নিজের মর্জির মালিক, সে কথা বলিউডের সবার জানা। ২০০৯ সালে ‘নিউইয়র্ক’ ছবির সেটে এমনই এক কাণ্ড ঘটেছিল। সেই ছবিতে নায়িকার সঙ্গে দেখা গিয়েছিল দুই নায়ককে। নীল নীতিন মুকেশ এবং জন আব্রাহাম। শোনা যায়, নীল নীতিনের সঙ্গে সঙ্গে খুবই অদ্ভুত ব্যবহার করেছিলেন অভিনেত্রী। যে কারণে এক সঙ্গে শট দিতে খুবই অসুবিধা হচ্ছিল অভিনেতার।

Advertisement

কী ঘটেছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, গায়ের রং ফর্সা বলে নাকি নায়িকা ভাল ব্যবহার করেননি তাঁর সঙ্গে। প্রথম শট দিতে গিয়েও কথা বলছিলেন না। অনেকের থেকে নীল জানতে পারেন শুধু গায়ের রঙের জন্যই যত সমস্যা হয়েছিল। সত্যিই কি তাই? নীলের কথায়, “সোজাসুজি ক্যাটরিনাকে গিয়ে আমি প্রশ্ন করেছিলাম, সমস্যাটা কোথায় হচ্ছে? তখন সব ধোঁয়াশা মেটায় ক্যাটরিনা।”

এর আগে ক্যাটরিনা কোনও দিন এমন কোনও ছবিতে অভিনয় করেননি। তার আগে পর্যন্ত সব সময় তিনি কৌতুকরসে পরিপূর্ণ ছবিতে অভিনয় করেছিলেন। তাই তিনি একটু ঘাবড়ে ছিলেন। তাই নীলের সঙ্গে স্বচ্ছন্দ হতে পারছিলেন না। নীল জানান, এই ঘটনা শোনার পর থেকে তাঁদের সব দূরত্ব মিটে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement