বিপাকে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।
চিকিৎসা সংক্রান্ত ভুল পরামর্শ দিয়ে বিতর্কে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সমাজমাধ্যমে একের পর এক পোস্টে অভিনেত্রীকে কটাক্ষ করেছেন চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস ওরফে ‘দ্য লিভার ডক্টর’। ফের সামান্থার বিরুদ্ধে তোপ দাগলেন এই চিকিৎসক। অভিনেত্রীকে তিনি ‘বিজ্ঞান নিরক্ষর অভিনেত্রী’ তকমাও দিয়েছেন।
ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি একটি সাপ্লিমেন্ট ব্র্যান্ড প্রচার করছেন, যেখানে এনএমএন (নাইসিনামাইড মনোনিউকিলোটাইড) রয়েছে বলে দাবি করা হয়েছে। সাপ্লিমেন্ট প্রচার করে সামান্থা লিখেছেন, ‘‘বয়সে বাড়লে মানব দেহে এনএডি হ্রাস পায়, যার ফলে শক্তি কমে যায়, মনোযোগ কমে যায়।” অভিনেত্রীর দাবি, এনএমএন এটিকে প্রতিরোধে সাহায্য করে।
‘দ্য লিভার ডক’ অভিনেত্রীর তীব্র সমালোচনা করেছেন এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। তিনি সামান্থাকে ‘বিজ্ঞান নিরক্ষর’ বলে অভিহিত করেছেন এবং ‘প্রতারণামূলক’ পণ্য প্রচারের জন্য তীব্র সমালোচনা করেছেন।
ওই চিকিৎসক সামান্থার উদ্দেশে বলেন, ‘‘বিজ্ঞান নিরক্ষর তারকাকরা কী ভাবে তাঁদের লক্ষ লক্ষ অনুসরণকারীদের সঙ্গে প্রতারণা করে এমন সাপ্লিমেন্ট বিক্রি করছেন যা একেবারেই কাজ করে না? এগুলি সম্পূর্ণ ভুয়ো।’’ এ দিকে জানা গিয়েছে, ওই সাপ্লিমেন্ট ব্র্যান্ডে সামান্থার নিজের অংশীদারিত্ব রয়েছে। যদিও এখনও পর্যন্ত সামান্থার তরফে পাল্টা কোনও উত্তর মেলেনি।