এখন কী করছেন দীপান্বিতা কুন্ডু? ছবি: সংগৃহীত।
তাঁকে এখনও ‘পান্তাভাতের কুন্ডু’ বলেই চেনেন সবাই। ‘ডান্স বাংলা ডান্সে’র খুদে নৃত্যশিল্পী। কোঁকড়ানো চুল। ছোট্ট ছোট্ট পায়ে নেচে সকলের মন জয় করেছিল। তাঁর মুখভঙ্গিতেই মজেছিলেন দর্শক থেকে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।
সেই দীপান্বিতা কুন্ডু এখন কোথায়? নৃত্য প্রতিযোগিতায় যখন দেখা গিয়েছিল তাঁকে, বয়স ছিল সাড়ে তিন বছর। এখন তিনি ‘লেডি’। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এ বছর তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘নিট’ পরীক্ষার।
সাধারণত, এক বার প্রচারের আলোয় আসার পর রোল-ক্যামেরা-অ্যাকশনের চাকচিক্য থেকে নিজেকে সরিয়ে রাখা বেশ কঠিন বিষয়। অনেকে রিয়্যালিটি অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিনয়কে বেছে নিয়েছেন পেশা হিসাবে। আবার কেউ কেউ পড়াশোনায় ইতি টেনেছেন মাঝপথেই। কিন্তু দীপান্বিতার লক্ষ্য প্রথম থেকেই ছিল অন্য রকম। পড়াশোনাকেই মুখ্য বলে ভেবে এসেছেন তিনি।
আনন্দবাজার ডট কমকে দীপান্বিতা বললেন, “মা-বাবা কোনও দিন, কোনও বিষয়ে আমার উপর চাপ সৃষ্টি করেননি। কিন্তু আমার বরাবরই মনে হয়েছে পড়াশোনাটা আগে শেষ করা উচিত। সেই মতো নিজের লেখাপড়াকেই বেশি গুরুত্ব দিয়েছি। তাই বলে নাচ করব না, তেমনটা একেবারেই নয়। নাচ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।” নিট পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। তারই অপেক্ষায় রয়েছেন দীপান্বিতা। মেডিক্যাল পড়ার সুযোগ না পেলেও প্যারা-মেডিক্যাল বা বায়োটেকনোলজি বিষয় নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তাঁর।
বহরমপুরে জন্ম এবং বেড়ে ওঠা। সেখানকার স্কুলেই পড়াশোনা করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে কলকাতায় ছিলেন কিছু দিন। ৭০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক। পড়াশোনার দিকটা সামলে নিয়ে আবারও মঞ্চে ফেরার ইচ্ছা রয়েছে দীপান্বিতার। এখন প্রথাগত প্রশিক্ষণ থেকে দূরে রয়েছেন। তবে আগামী দিনে ফের নাচের তালিম নিতে চান। আপাতত পড়াশোনা আর শরীরচর্চা করেই সময় কাটছে তাঁর। পাশাপাশি চলছে ইউটিউব দেখে নাচ।