Entertainment News

সিজলিং ক্যাটরিনা! সঙ্গে কে?

‘বার বার দেখো’। কী ভাবছেন? এটা ক্যাটরিনার এই ছবিটার ক্যাপশন? অন্তত এই ছবিটা তো আপনি বার বার দেখতে চাইতেই পারেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ১২:৪১
Share:

‘বার বার দেখো’।

Advertisement

কী ভাবছেন? এটা ক্যাটরিনার এই ছবিটার ক্যাপশন? অন্তত এই ছবিটা তো আপনি বার বার দেখতে চাইতেই পারেন!

কিন্তু, এটা এই নির্দিষ্ট ছবিটির ক্যাপশন নয়। বরং ক্যাটরিনা কইফ আর সিদ্ধার্থ মালহোত্রার পরের ছবির নাম। চলতি বছরের গোড়া থেকেই এই রোমান্টিক ড্রামা মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। সম্প্রতি সেই ছবিরই একটি স্টিল প্রকাশ করল টিম ‘বার বার দেখো’।

Advertisement

আরও পড়ুন, ঐশ্বর্যা-রণবীর ঘনিষ্ঠ! অস্বস্তি বচ্চন পরিবারে

ক্যাট এবং সিদ্ধার্থ এই প্রথম জুটি বেঁধেছেন। তাঁদের কেমিস্ট্রি যে বক্স অফিস হিট দিতে চলেছে তা বলে দিচ্ছে সদ্য মুক্তি পাওয়া স্টিল ছবিটি। পরিচালক নিত্য মেহেরার পর অন্যরাও এঁদের ডেট ব্লক করতে চাইবেন বলেই মনে করছেন বি-টাউনের একটা বড় অংশ। কমলা বিকিনির ক্যাট সুন্দরীকে অনস্ক্রিন ভালই সামলেছেন সিদ্ধার্থ। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি।

সিদ্ধার্থ-ক্যাটরিনার ফার্স্ট লুক। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement