katrina kaif

Katrina Kaif: কালো স্নান-পোশাকে খোলামেলা ক্যাটরিনা, ছবি দেখে কী প্রতিক্রিয়া শ্বশুরের?

সচরাচর খোলামেলা পোশাকে যাঁকে দেখা যায় না, বিয়ের পর সেই ক্যাটরিনাকেই সমুদ্র পাড়ে এমন রাজহংসীর বেশে দেখে হতবাক ভক্তরা!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৩:৪৬
Share:

ক্য়াটরিনা কাইফ

কালো স্নান-পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন সদ্য পরিণীতা ক্যাটরিনা কাইফ। মাথায় রং মিলিয়ে বড় কালো টুপি, সাদা বর্ডার ঝলমলে। সাগর কিনারে সম্প্রতি নিজের সেই 'হট লুক' ভাগ করে নিয়ে ভক্তদের হৃদয়ে যেন আগুন উস্কে দিয়েছেন ক্যাট!

Advertisement

কালোর সাজেও এমন রূপের ছটা! ঢলঢল লাবণ্য যেন রোদের তেজকেও ম্লান করে দিচ্ছে। অনেকেরই অনুমান, ভিকি কৌশলের সঙ্গে মধুচন্দ্রিমার সময়ে তোলা এ সব ছবি। বিয়ের পর পরই ভিনদেশে উড়ে গেছিলেন 'ভিক্যাট'। সেখানেই হয়তো নিরিবিলিতে একমুঠো উষ্ণতা ছড়িয়ে দিয়েছিলেন নববধূ।

সচরাচর খোলামেলা পোশাকে যাঁকে দেখা যায় না, বিয়ের পর সেই ক্যাটরিনাকেই সমুদ্র পাড়ে এমন রাজহংসীর বেশে দেখে হাজার হাজার লাইক এবং মন্তব্যের ঝড়। প্রিয় নায়িকাকে ভালবাসায় ভরিয়ে দেন ভক্তরা। তবে, মন্তব্যবাক্সে একটি প্রতিক্রিয়া সকলেরই নজর কেড়েছে। ইনস্টাগ্রামের পোস্টে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন স্বয়ং ক্যাটরিনার শ্বশুর, শ্যাম কৌশল৷

Advertisement

শ্বশুর-বউমার এমন বন্ধুত্বে আপ্লুত ভক্তকুল। এমনটা যে ভাগ্যের ব্যাপার! শুধু শ্বশুরই নন, ক্যাটের ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, অনন্যা পাণ্ডের মতো বলিউড অভিনেত্রীরাও। সকলেই মোহিত তাঁর রূপের বন্যায়!

কিছু দিন প্রেম করার পরেই গত বছরের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন অভিনেতা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। বিয়ে হয়েছিল রাজস্থানে, পারিবারিক এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অন্তরঙ্গ উদযাপনে। তার পরে গত মাসে দু’টিতে কোথায় ছুটি কাটাতে গিয়েছিলেন কে জানে! অনুরাগীদের অবশ্য পাওনা হল সমুদ্র সৈকতে ক্যাটরিনার সেই মধু-মাখা ফোটোশ্যুট!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement