Koel Mallick

কবীরকে নিয়ে মল্লিকবাড়ির সরস্বতী পুজোয় কোয়েল, সকলের জন্য জ্ঞানের প্রার্থনা জানালেন নায়িকা

দেবদালানে পুজোর পর জড়ো হয়েছিলেন পরিবারের সকলে। মধ্যমণি কোয়েল এবং তাঁর ছেলে কবীর। সদ্যোজাত কন্যাকে অবশ্য দেখা যায়নি। দেখা যায়নি রঞ্জিত মল্লিককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯
Share:

সরস্বতী পুজোয় স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত।

দেবীপক্ষের প্রতিপদে সুখবর দিয়েছিলেন মল্লিকবাড়ির রাজকন্যে কোয়েল মল্লিক। তাঁর দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় নিসপাল রানে ও ছেলে কবীর। বড়দিনের সময় কোয়েলের কোলে এসেছে কন্যাসন্তান। এ বার সরস্বতী পুজোয় সপরিবার দেখা গেল কোয়েলকে।

Advertisement

রবিবার সকাল থেকেই মল্লিকবাড়িতে শুরু হয়েছে বাগ্‌দেবীর আরাধনা। সাবেক ডাকের সাজ আর হলুদ গাঁদার মালায় সজ্জিত প্রতিমা। দেবদালানে পুজোর পর জড়ো হয়েছিলেন পরিবারের সকলে। মধ্যমণি কোয়েল এবং তাঁর ছেলে কবীর। সদ্যোজাত কন্যাকে অবশ্য দেখা যায়নি। দেখা যায়নি রঞ্জিত মল্লিক বা নিসপাল রানেকে। ছিলেন মল্লিকবাড়ির আর এক সদস্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিকও। প্রায় সকলের পরনেই ছিল হলুদ পোশাক। কোয়েলের হলুদ র-সিল্কের শাড়িতে লাল-সবুজ পাড় আর ভরাট সুতোর কাজ। কবীরের পরনেও ছিল হলুদ পাঞ্জাবি, সাদা পাজামা। মায়ের সঙ্গে সরস্বতীপুজোয় সে যে দেদার আনন্দ করেছে, মুখ দেখলেই বোঝা যায়। অন্য একটি ছবিতে নিসপাল ও কবীরের সঙ্গে দেখা গিয়েছে কোয়েলকে। একেবারে দেবী প্রতিমার সামনে। নিলপালও ছেলের মতোই সেজেছিলেন হলুদ পাঞ্জাবিতে। সেই উদ্‌যাপনের ছবি কোয়েল নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। তিনি লিখেছেন, সকলের জ্ঞান-বুদ্ধি হোক, শুভ বসন্ত পঞ্চমী।

দেবদালানে সপরিবার কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত।

দ্বিতীয় সন্তান জন্মের পর, দিন কয়েক আগেই একটি অনুষ্ঠানে কোয়েলকে দেখা গিয়েছিল। গত অক্টোবরে আরজি কর-কাণ্ডের আবহে কোয়েল জানিয়েছিলেন তাঁদের মল্লিকবাড়িতে এ বার দুর্গাপুজো হবে একটু কম আড়ম্বরে। সর্বসাধারণের জন্য এ বার খুলে দেওয়াও হয়নি তাঁদের বাড়ির দরজা। তবু পুজো হয়েছিল রীতি মেনে। তত দিনে দ্বিতীয় সন্তান আগমনের খবর জেনে গিয়েছেন কোয়েল। ১৪ ডিসেম্বর কোয়েলেক কোলে আসে কন্যা সন্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement